তারকেশ্বর থানার সামশেরপুরে প্রতিমা বিসর্জন নিয়ে উত্তেজনা, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ারসহ ৬

প্রতিকী চিত্র

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়াঃ
বৃহস্পতিবার রাতে হুগলির তারকেশ্বর থানা এলাকার সামসেরপুরের একটি ক্লাবের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, এই সময় সিভিক ভলান্টিয়ারের হাতে আক্রান্ত হন পুজো কমিটির লোকজন সহ পুলিশকর্মীও। এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। 
অভিযোগে জানা গেছে, ওই ক্লাবের প্রতিমা বিসর্জনের সময় ভিড়ের মধ্যে এক অটোচালককে একটু দেখেশুনে গাড়ি চালানোর অনুরোধ করেন ওই পুজো কমিটির সদস্যরা। এরপরই ঘটনা অন্যদিকে বাঁক নেয়। ওই অটোচালক সাময়িক ফিরে যায়, তারপর হরিপাল থানার সিভিক কর্মী পশুপতি মালিক-সহ আরও জনাপঞ্চাশ যুবককে সঙ্গে নিয়ে পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয়। এমনকি ঘটনাস্থলে থাকা কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীকেও মারধর করে বলে অভিযোগ। 
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিপাল থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার পশুপতি মালিক-সহ মোট ছয়জনকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। একইসঙ্গে বাজেয়াপ্ত হয় ১২টি অটো। ধৃতদের আজ চন্দননগর মহুকুমা আদালতে তোলা হয়। পুলিশকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের উপর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad