সন্ত্রাসবাদীদের ২ টি গুলি খেয়েও সেনাবাহিনীর কুকুর জুম ২ জন সন্ত্রাসবাদীকে ধরিয়ে দিল, জুমের অবস্থা আশঙ্কাজনক

ভয়েস ৯ নিজ ডেস্কঃ নাঃ এটা কোন হলিউড ছবির দৃশ্য নয়, নয় কোন 'অতি-কুকুরের'কাহিনী। এটা হল, এক অদ্ভুত দায়ত্বের মহান ডাক। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে থেমে যায় নি জুম। জুম। সেনাবাহিনীর কুকুর, যাকে ট্রেনিং দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদীদের চিহ্ণিত করার জন্য। আজ সে সন্ত্রাসবাদীদের ছোঁড়া ২ টি গুলি খেয়েও তার কর্তব্যে অচল রইলো। জানা গেছে, অনন্তনাগের কোকেরনাগে এক অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সামিল হয়েছিল কুকুর 'জুম'। সন্ত্রসাবাদীদের দেখতে পেয়ে সে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। তাকে থামানোর জন্য সন্ত্রাসবাদীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি লাগার পরও সে তাদের ছাড়েনি। ফলে সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়। এরপর জুমকে নিয়ে যাওয়া হয় জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। সেখানে তার চিকিৎসা চলছে।
জানা গেছে, সোমবার সকালে সেনাবাহিনী তার জাম্বাজ শোয়ান 'জুম'কে সন্ত্রাসীদের সন্ধানে পাঠায়। জুমকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 'জুম' সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে প্রবেশ করে যেখানে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল, সেই জায়গায় পৌঁছেছিল। এদিকে 'জুম' এর শরীরে ক্যামেরার মাধ্যমে সুরক্ষা বাহিনী সন্ত্রাসবাদীদের সঠিক অবস্থান এবং সন্ত্রাসীদের সংখ্যা জানতে পেরেছিল। জুম নিজেই সন্ত্রাসসবাদীদের দিকে তাকিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। এতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি 'জুম'কে আঘাত করে এবং সে সেখানে মাটিতে পড়ে যায়, তবে ততক্ষণে সে তার কাজ শেষ করে দেয়। ততক্ষণে জওয়ানরা সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলে এবং পালটা গুলি চালায়। গুলিতে মারা যায় ওই ২ সন্ত্রাসবাদী। প্রতিরক্ষা মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন যে আহত হওয়া সত্ত্বেও 'জুম' তার কর্তব্য করেছে। তার জন্যই ২ সন্ত্রাসবাদীকে হত্যা করা সম্ভব হয়েছে। 'জুম' সেনাবাহিনীর ভেটেরিনারি হাসপাতালে ভর্তি রয়েছে, তার অবস্থা গুরুতর। জুলাই মাসে উত্তর কাশ্মীরের কুপওয়ারাতে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর কুকুর এক্সেল মারা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad