সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ পঞ্চায়েতে একগুচ্ছ কালীপুজোর উদ্বোধন করলেন বিধায়ক তপন দাশগুপ্ত
10/24/2022 08:37:00 AM
0
সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ পঞ্চায়েতের, মহানাদ মিত্র শিশু সংঘ, মহানাদ ব্যবসায়ী সংঘ, মহানাদ আমরা "ক "জন মহানাদ দক্ষিণপাড়া ইউথ ক্লাব, মহানাদ সংহতি সংঘ, মগরা দু'নম্বর পঞ্চায়েতের স্পোর্টস কালচার এসোসিয়েশন, সপ্তগ্রাম পঞ্চায়েতের শিব দুর্গা সোশ্যাল ক্লাব , বাঁশবেড়িয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মেজো মা পূজা কমিটি আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোর শুভ উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত।