ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলায় নজরদারি বাড়াতে নির্দেশ, একযোগে কাজ করবে থানা ও পুরসভা

ভয়েস ৯, কলকাতা ও জেলা ব্যুরোঃ ডেঙ্গু যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে কলকাতায় বাড়ি বাড়ি নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলার পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হবে বলে জানানো হয়েছে।এ ব্যাপারে ভিলেজ রিসার্চ পার্সনদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছে নবান্ন। 
 ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শনিবার সমস্ত জেলার জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা পৌরসংস্থার কমিশনারের উদ্দেশ্যে মুখ্যসচিবের নির্দেশ, কলকাতায় বাড়িতে বাড়িতে নজরদারি বাড়াতে হবে। অনেক জায়গায় অবহেলা করা হচ্ছে বলেও জানান তিনি। 
জানা গেছে, গতকালের এই বৈঠকে মুখ্যসচিব একাধিক জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, দার্জিলিং, এই ৭ জেলায় ডেঙ্গি সংক্রমণ উদ্বেগজনক আকার ধারণ করেছে বলে জানা গেছে।
 অন্যদিকে, কলকাতা পুরসংস্থার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, মানুষকেও সচেতন হতে হবে। সকলে সচেতন থেকে সহযোগিতা করলে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যায়। পুরসভা নিয়মিত স্প্রে করছে ,কাজ করছে। তিনি বলেন, থানাগুলিকে বলা হয়েছে পুরসভার সঙ্গে যেন একসঙ্গে কাজ করে। পুরসভার সঙ্গে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে তবেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad