সিওল ট্রাজেডিঃ বিশ্ব-নেতাদের শোক-বার্তা। ভারতের শোকপ্রকাশ, শোকবার্তা পাঠালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক



ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার মধ্য সিউলের ইয়ংসান-গু-তে ইটাউনে আয়োজিত হ্যালোইন পার্টিতে পদপিষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বার্তা পাঠালেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারা। ইউরোপের নেতারাও এই ট্র্যাজেডির কথা শুনে দুঃখ প্রকাশ করেছেন।
সিওল হ্যালোইনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশ-মন্ত্রী  জয়শঙ্কর। তিনি লিখেছেন, ভারত তাদের দুঃখে সহমর্মী।


 যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক টুইটারে লিখেছেন - "আজ রাতে সিউল থেকে ভয়াবহ খবর,"। তিনি বলেন, 'এই অত্যন্ত দুঃসময়ে আমরা সবাই দক্ষিণ কোরীয়দের সাথে আছি।' টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি লিখেছেন - 'আমি সিউলের বাসিন্দা এবং কোরিয়ার আরও লোকজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। ফ্রান্স আপনাদের পাশে আছে।" 
 মার্কিন সরকার বলেছে যে তারা কোরিয়ার সঙ্গে রয়েছে। "যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমেরিকা গভীর সমবেদনা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এই দুঃসময়ে কোরিয়া প্রজাতন্ত্রের পাশে আছে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি," 


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক বিবৃতিতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'সিউলে আজ যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা জানতে পেরে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহত ও আহতদের পরিবার ও বন্ধুদের প্রতি এবং সেইসাথে সেখানকার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই।' 
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এক টুইট বার্তায় বলেন, 'সিউলের মর্মান্তিক ঘটনায় তার দেশ গভীরভাবে শোকাহত' এবং একে 'কোরিয়ার জন্য একটি দুঃখজনক দিন' হিসেবে অভিহিত করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজও গভীর শোক প্রকাশ করে একই বার্তা দিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad