Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

মাটিভাঙ্গার বলেশ্বর নদীতে অনুষ্ঠিত হল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ নদীমাতৃক বাংলাদেশে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও দিন ব্যাপী আয়োজন করা হয় হা-ডু-ডু, লাঠি খেলা, নৌকা বাইচ ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ অক্টোবর) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অন্তর্গত মাটিভাঙ্গায় মরহুম আব্দুল ছালাম শেখ (মাতুব্বর) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
সকালে উপজেলার হাজী আব্দুল গানি মাধ্যমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলায় উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া দল, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় পিরোজপুরের সদর উপজেলার কলাখালী দল, লাঠিখেলায় উপজেলার মাহামুদ কান্দা দল ও বলেশ্বর নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া দল চ্যাম্পিয়ান হয়। চিতলমারী থেকে আসা এক দর্শনার্থী ইন্দ্রজিৎ মন্ডল জানান, এটা আমাদের সংস্কৃতির অন্যতম প্রধান অন্তরায়। আমি ছোটবেলা থেকেই প্রায় প্রতিবছরই ঐতিহ্যবাহী লাঠি খেলা,হা-ডু-ডু ও নৌকা বাইচ দেখতে আসি। গত দু'বছর করোনার কারনে বন্ধ ছিল। তাই এ বছর আর মিস করিনি তাই নৌকা বাইচ দেখতে আসেছি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে ও স্থাণীয় যুবসমাজের সহায়তায় অনুষ্ঠিত ওই ক্রিড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় মন্ত্রী বলেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনার কারনে দেশের ক্রিড়ার আজ ব্যাপক উন্নতি হয়েছে। দেশের খেলোয়াররা আর্ন্তজাতিক ভাবে দেশের সুনাম বৃদ্ধি করছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) মোল্লা মোঃ আজাদ, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন প্রমুখ।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad