রায়গঞ্জ থেকে কলকাতা আসার পথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ২ শিশু সমেত ৫


ভয়েস ৯, নিউজ ডেস্ক, কলকাতা ব্যুরোঃ
আজ সকালে রায়গঞ্জ থেকে কলকাতা আসার পথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। এদের মধ্যে ২ জন শিশু। নদিয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজার সামনে একটি প্রাইভেট কারের সঙ্গে শিলিগুড়িগামী একটি দশচাকার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ডবল লেন থেকে সিঙ্গেল লেনে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় লোকেরা জানা, জাতীয় সড়কেরর উপর সারাই এর কাজ চলার কারণে সিঙ্গল লেন দিয়ে দুদিকের যান-চলাচল করছে। ফলে সিঙ্গল লেনের উপর চাপ যেমন বেড়েছে, তেমনই, দ্রুতগতির যানের জন্য বেড়ে যাচ্ছে পথ-দুর্ঘটনার আশংকা। স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি বেশ দ্রুত গতিতে চলছিল। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি রায়গঞ্জ থেকে আসা একটি পরিবারের। গাড়ির পাঁচ সওয়ারির মধ্যে ছিলেন এক মহিলা, দুই শিশু এবং দুই পুরুষ। গাড়িটি ডাবল লেন থেকে সিঙ্গল লেনে আসার সময় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি ছিটকে যায় রাস্তার পাশে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, দূর থেকেও সংঘর্ষের শব্দ শুনতে পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলেই প্রাণ হারান সকলে। 
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ বের করে আনে। নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরী হাসপাতালে। এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলে আনে পুলিশ। মৃতদের পরিচয় জানারও চেষ্টা করছেন তাঁরা। প্রথমিকভাবে জানা গেছে, আরোহীরা রায়গঞ্জের বাসিন্দা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad