পুরীর শ্রীজগন্নাথ মন্দির নিরাপদ নয়ঃ ওড়িশা হাইকোর্টকে জানালো অ্যামিকাস কিউরি

নিজস্ব চিত্র

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
পুরীর শ্রীমন্দিরের অনেক ফাটল রয়েছে যা অবিলম্বে মেরামত করা দরকার, ওড়িশা হাইকোর্ট নিযুক্ত অ্যামিকাস কিউরি এন কে মোহান্তি মঙ্গলবার ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি চিত্ত রঞ্জন দাশের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চকে বলেন। এ ব্যাপারে ২০২৩ সালের ৫ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। 
এই ফাটল মেরামত ঠিকভবে না হলে, যাত্রী, পুরোহিত, পাণ্ডা সকলের কাছেই বিপদের কারণ হতে পারে বলে জানা গেছে। এর আগে গর্ভগৃহের ছাদ থেকে চাঙ্গড় খসে পড়ার ঘটনা ঘটেছিল শ্রীমন্দিরে। 
উল্লেখ্য, এন কে মোহান্তি আদালতে পুরীর ভগবান জগন্নাথ মন্দির এবং কোনার্কের সূর্য মন্দিরে তাঁর সফরের কথা তুলে ধরে একটি হলফনামা জমা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি মেরামত ও পুনরুদ্ধারের কাজে সন্তুষ্ট নন।
নিজস্ব চিত্র
মোহান্তি আদালতকে বলেছেন, মন্দিরের নাটা মণ্ডপের বিমে ২০১৮ সাল থেকে ফাটল ধরেছে। একটি আইআইটি-র সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, যে বিমগুলি পুরোপুরি ফেটে গেছে সেগুলি এখন ক্যান্টিলিভার হিসাবে কাজ করছে, যার অর্থ এটি ছাদের উপর কোনও বোঝা নিতে পারে না। 
উল্লেখ্য, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) মেরামতের কাজ শুরু করেছে যা ৩১ শে মার্চ, ২০২৩ এর মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। অ্যামিকাস ক্যুরি বলেন, তিন বছর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর এএসআই আশ্বাস দিয়েছিলেন যে চার মাসের মধ্যে মেরামতের কাজ শেষ করা হবে। কিন্তু পরিস্থিতি এখন যেমন আছে, তেমনই আছে। আদালতের হস্তক্ষেপে, তারা (এএসআই) এখন ২০২৩ সালের মার্চের মধ্যে এটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad