বেআইনি মজুত দেড় কুইন্ট্যাল বারুদ, বাজি তৈরি? না বোমা বানানোর জন্য?

ভয়েস ৯, নিউজ ডেস্ক, দক্ষিণবঙ্গঃ গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নানুর থানার রামকৃষ্ণপুর গ্রামে হানা দিয়ে পুলিশ উদ্ধার করলো প্রায় ১৬০ কেজি বারুদ। গ্রেপ্তার করা হয়েছে খুনের অভিযোগে জেল খাটা এক ব্যক্তি গণেশ ঘোষকে। 
এই বিপুল পরিমান বারুদ কী জন্য বাড়িতে জমা করা হয়েছিল তা ভাবাচ্ছে পুলিশকে। জানা গেছে, একসময় ধৃত গণেশ বাজি তৈরি করত। তার লাইসেন্সও ছিল। কিন্তু, খুনের অভিযোগে জেল খাটার পর তার লাইসেন্স আর নবীকরণ করেনি প্রশাসন। ২০১৮ সাল থেকে তার বাজি তৈরির লাইসেন্স আর নবীকরণ হয়নি। 
ফলে, পুলিশের ধারণা, তিনি কালীপুজোর জন্য হয় নিষিদ্ধ বাজি তৈরি করার কথা ভেবেছিলেন, নয়তো, ওই বারুদ দিয়ে নাশকতামূলক কাজ করার ছক ছিল। গতকাল ধৃতকে আদালতে তোলা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad