রাশিয়া-ইউক্রেনের ৮ মাসের যুদ্ধে রাশিয়া কী হারালো

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল নিউজ ডেস্কঃ ২৪ ফেব্রুয়ারি থেকে ১৭ অক্টোবর, রাশিয়া-ইউক্রেনের ৮ মাসের যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু, ইউক্রেনের দাবি, তারা রাশিয়াকে তাদের চেয়ে অনেক বেশি ক্ষতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী ২৪ ফেব্রুয়ারি থেকে ১৭ অক্টোবরের মধ্যে প্রায় ৬৫,৩২০ জন রাশিয়ান সৈন্যকে হত্যা করেছে, যার মধ্যে কেবল গত দিনেই ৩২০ জন রয়েছে। 
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফরা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সঙ্গবাদ সংস্থা। 
তাদের দাবি, এই সময়ের মধ্যে, ইউক্রেনীয় ডিফেন্ডাররা ২,৫৩৭ টি রাশিয়ান ট্যাংক (অক্টোবর ১৬ এ আটটি ট্যাংক সহ), ৫,২০৫ (+১২) সাঁজোয়া যুদ্ধ যানবাহন, ১,৫৯৯ (+১০) আর্টিলারি সিস্টেম, ৩৬৬ (+১) একাধিক রকেট লঞ্চার, ১৮৭ (+১) এয়ার ডিফেন্স সিস্টেম, ২৬৮টি (+০) যুদ্ধ বিমান, ২৪২ (+০) হেলিকপ্টার, ১,২৪১ (+১৭) অপারেশনাল এবং ট্যাকটিক্যাল লেভেল আনম্যানড এয়ার ভেহিকেল, ১,২৪১ (+০) অপারেশনাল এবং ট্যাকটিক্যাল লেভেলের মানববিহীন বিমান, ৩১৬ (+০) ক্রুজ মিসাইল, ১৬ (+০) ধ্বংস করেছে। ৩৯৬৯ (+১0) ট্রাক এবং ট্যাঙ্কার, এবং ১৪৪ (+১) বিশেষ সরঞ্জাম টুকরা। গত ২৪ ঘণ্টায় বাখমুট ও অবদিইভকা অভিমুখে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শত্রুরা, বলেছেন জেনারেল স্টাফ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad