Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

দিল্লি মহিলা কলেজের ভিডিও ভাইরালঃ প্রাচীর টপকানো ছেলেদের বিরুদ্ধে এফআইআর দায়ের

অলোকেশ শ্রীবাস্তব, ভয়েস ৯, নতুন দিল্লি ডেস্কঃ একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ অল-উইমেন কলেজ, মিরান্ডা হাউসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। দিল্লিতে মহিলা কলেজের ভিতরেও কি নিরাপদ ছাত্রীরা? 
প্রশ্ন তুলেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালও। এক টুইট বার্তায় তিনি বলেন, 'দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা কলেজে ছেলেরা প্রবেশ করায় এটি একটি নিরাপত্তা লঙ্ঘন। তারা কলেজের সীমানা প্রাচীরে আরোহণ করছে। ছেলেরা কলেজে প্রবেশের পরে বেশ কয়েকটি শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছিল।" মালিওয়াল জানান, তারা এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশ ও কলেজ প্রশাসনকে নোটিশ পাঠিয়েছেন। 


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নিমেষে ভাইরাল হয়ে যায়। দিল্লির ছাত্র-ছাত্রীরা কমেন্টে কমেন্টে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। এরপর নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। জানা গেছে, তারা এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে এই ভিডিওটি দেখে। দিল্লি পুলিশ জানিয়েছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রাচীর এবং গেটের উপরে উঠে যাওয়া অভিযুক্ত ব্যক্তিদের সনাক্ত করার জন্য একটি দল গঠন করা হয়েছে। 
এই ভিডিওতে দেখা গেছে, কিছু অজ্ঞাতপরিচয় ছেলেরা সীমানা প্রাচীরে উঠে অন্য দিকে লাফিয়ে নেমে যাচ্ছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভিডিওটি ১৪ অক্টোবরের। ওই দিন কলেজ ক্যাম্পাসে দিওয়ালি উৎসবের আয়োজন করা হচ্ছিল, উৎসবটি কেবলমাত্র ছাত্রীদের জন্যই। কিন্তু ছেলেরা ফেস্টের কথা জানার পরে কলেজে প্রবেশ করেছিল।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad