ইটাওন হ্যালোইন দুর্ঘটনার পরে জরুরি বৈঠক ডাকলেন ইউন, আমেরিকা হাত বাড়ালো সহায়তার

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ রাষ্ট্রপতি ইউন সুক-ইয়োল একটি জরুরি বৈঠক করে আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা দল পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপতির কার্যালয় রাত ১টার দিকে জানায়, মধ্য সিউলের ইটাওনে কয়েক ডজন লোক কার্ডিয়াক অ্যারেস্টে রয়েছে বলে জানা গেছে, যেখানে বিপুল সংখ্যক লোক মহামারীর পর এই প্রথম নো-মাস্ক হ্যালোইন উদযাপন করছে। রাষ্ট্রপতি ইউন বলেন,"এই মুহূর্তে শীর্ষ অগ্রাধিকার হল হৃদ রোগীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া এবং আহতদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি করে চিকিত্সা শুরু কর।" রাষ্ট্রপতির অফিস আধিকারিকদের নির্দেশ দিয়েছে একটি অ্যাম্বুলেন্স রুট সুরক্ষিত করতে এবং অবিলম্বে ট্রাফিক নিয়ন্ত্রণের মতো প্রয়োজনীয় ব্যবস্থা করতে। শনিবার সন্ধ্যায় মধ্য সিউলের ইটাউনের হ্যামিল্টন হোটেলের কাছে কয়েক ডজন মানুষ হৃদরোগে আক্রান্ত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ভোর ৪টা পর্যন্ত সিউলের ইটাউন জেলায় হ্যালোইন এর ঘটনায় ১৪৬ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক টুইট বার্তায় বলেন, মার্কিন সরকার দক্ষিণ কোরিয়াকে 'যে কোনো ধরনের সহায়তা' দিতে প্রস্তুত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad