দক্ষিণ কোরিয়ার হ্যালোইন পার্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫১, আছেন ১৯ জন বিদেশী

নিহতদের মধ্যে রয়েছেন ১৯ জন বিদেশী। বিদেশি নাগরিকদের মধ্যে ইরান, উজবেকিস্তান, চীন ও নরওয়ের নাগরিকও রয়েছেন। সিওলের মেয়র ওহ সে-হুনও ইউরোপে তার ব্যবসায়িক সফর থেকে অবিলম্বে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। 
 ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার মধ্য সিউলের ইয়ংসান-গু-তে ইটাউনে আয়োজিত হ্যালোইন পার্টিতে পদপিষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫১, আহতের সংখ্যা ৮২। নিহতদের মধ্যে রয়েছেন ১৯ জন বিদেশী। বিদেশি নাগরিকদের মধ্যে ইরান, উজবেকিস্তান, চীন ও নরওয়ের নাগরিকও রয়েছেন। জানা গেছে, এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৯৭ জন মহিলা ও ৫৪ জন পুরুষ, অধিকাংশের বয়সই ২০-এর কোঠায়। 


স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম খবর পায়। সঙ্গে সঙ্গে ৩৬৪ জন অগ্নিনির্বাপক কর্মী সহ মোট ৮৪৮ জন কর্মীকে পাঠানো হয় এই দুর্ঘটনা মোকাবিলার জন্য। এছাড়া, ১৪২ টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল। রাত সাড়ে ১১টার দিকে, উদ্ধারকর্মীরা ইটাউনের হ্যামিল্টন হোটেলের কাছে অচেতন হয়ে পড়া কয়েক ডজন লোকের উপর সিপিআর প্রয়োগ করেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে ঘটনাস্থলে প্রায় ৫০ জন রোগী হৃদরোগে আক্রান্ত হন। 
জানা গেছে, কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এই প্রথম সবাই মনের আনন্দে হ্যালোইন সপ্তাহান্তে অনুষ্ঠান উদযাপনের জন্য একত্রিত হয়েছিলেন। এসেছিলেন নানা প্রান্ত থেকে প্রায় ১০ হাজার মানুষ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad