দক্ষিণ কোরিয়া: হ্যালোইন পার্টিতে পদপিষ্ট হয়ে ১৫০ জনেরও বেশি নিহত, আহত শতাধিক

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ হ্যালোইন অনুষ্ঠানে যোগ দিতে এসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পদপিষ্ট হয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। খবরে বলা হয়। এ পর্যন্ত অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক। আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
সংবাদ সংস্থা এএফপির জানিয়েছে, স্থানীয় আধিকারিকদের মতে, হ্যালোইন উদযাপনের জন্য সিউলের ইটাউন এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
এখানকার সরু রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় ছিল। আচমকাই লোকজন উত্তেজিত হয়ে ওঠে্ন এবং একে অপরের উপর দিয়ে এগিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে হুড়োহুড়িতে পড়ে যেতে শুরু করেন কয়েকজন। শুরু হয়ে যায় এক চরম বিশৃঙ্খলা। লোকেরা এদিক ওদিক ছুটোছুটি শুরু করে দেন। 
ভিড়ের চাপে কয়েক ডজন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, মানুষকে চিকিৎসা, সিপিআর দেওয়া হয়েছে। কয়েকজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। 
 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর থেকে ত্রাণ কাজে নিয়োজিত আধিকারিকরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
দক্ষিণ কোরিয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। তবে কোনও অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad