সংবাদ সংস্থা এএফপির জানিয়েছে, স্থানীয় আধিকারিকদের মতে, হ্যালোইন উদযাপনের জন্য সিউলের ইটাউন এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
এখানকার সরু রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় ছিল। আচমকাই লোকজন উত্তেজিত হয়ে ওঠে্ন এবং একে অপরের উপর দিয়ে এগিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে হুড়োহুড়িতে পড়ে যেতে শুরু করেন কয়েকজন। শুরু হয়ে যায় এক চরম বিশৃঙ্খলা। লোকেরা এদিক ওদিক ছুটোছুটি শুরু করে দেন।
ভিড়ের চাপে কয়েক ডজন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, মানুষকে চিকিৎসা, সিপিআর দেওয়া হয়েছে। কয়েকজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর থেকে ত্রাণ কাজে নিয়োজিত আধিকারিকরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
দক্ষিণ কোরিয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। তবে কোনও অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।