রাশিয়ার নিরাপত্তা পরিষদঃ ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে অন্তর্ভুক্ত করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা

 

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ  ইউক্রেনকে যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ইউক্রেনের সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে।  রাশিয়ার নিরাপত্তা পরিষদের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে আজ এ খবর জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ১৮ শতাংশ পর্যন্ত সংযুক্তিকরণ করা হবে বলে জানান। এর পরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করে দেন ইউনেস্কো ন্যাটোর  সদস্য হবে। কিন্তু, এই সদস্য পদ পাওয়া সহজ নয়, কেননা ন্যাটোর পূর্ণ সদস্যপদ পেতে জোটের ৩০ জন সদস্যকে তাদের সম্মতি দিতে হবে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-সচিব আলেকজান্ডার ভেনেডিক্টোভকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, "কিয়েভ ভালভাবেই জানেন যে এই ধরনের পদক্ষেপের অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এগিয়ে যাওয়া।“

পুতিনের শক্তিশালী মিত্র নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভের ডেপুটি ভেনেডিক্টভ বলেন, তিনি মনে করেন, ইউক্রেনের আবেদনটি প্রচার ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, 'এ ধরনের পদক্ষেপের ফল যে আত্মঘাতী পদক্ষেপ, সেটা  ন্যাটোর সদস্যরা নিজেরাই বুঝতে পেরেছেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad