মেধা তালিকায় নাম ছিল না, তবু ২ বছর শিক্ষকের চাকরিঃ এবার চাকরি গেল, দেখে নিন কাদের চাকরি গেল



 নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ যারা এতদিন ভেবে নিয়েছিলেন দূর্নীতি করেও টিকে থাকা যায়, অন্যায়ভাবে ‘মানুষ গড়ার কারিগর’ হওয়া যায়, তাদের বুক এখন দুরুদুরু। কার চাকরি যে যায়! বেআইনিভাবে নিযুক্ত ‘শিক্ষকদের’ এখন মান-সম্মান নিয়ে টানাটানি। অনেকেই ‘চাকরি’ পেয়েই বিয়েটা সেরে ফেলেছিলেন, কারো পাত্র বা পাত্রী দেখা চলছিল, সব এখন অথৈ জলে। যাকে টাকা দিয়ে এদের চাকরি হয়েছিল, তাকেও কিছু বলতে পারছে না। ফলে, এদের একূল ওকূল দু কূলই গেল। 

হাইকোর্টে এসএসসির পক্ষ থেকে যে হলফনামা দেওয়া হয়েছিল, তাতে ১৮৩ জনের চাকরি নিয়ম মেনে হয় নি বলে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। যদিও চাকরি-প্রার্থীরা বলেছেন, সংখ্যাটায় কারচুপি করা হয়েছে। এদের মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এবার গেলেন মালদার খাবরা এইচ এন আগ্রিল হাইস্কুলের বাংলা ‘শিক্ষক’ মহম্মদ আজাদ আলি মির্জা। জানা গেছে, তিনি সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পান ২০১৯ সালে। তারপর তিনি স্কুলে যোগদান করেন। 
সম্প্রতি এসসসি-র তরফে স্কুলে যে চিঠি এসেছে তার মধ্যে স্পষ্টভাবে উল্লখ করা হয়েছে এই শিক্ষককের মেধা তালিকায় কোনও নামই নেই। অবশ্য চিঠি আসার আগেই ওই বাংলা ‘শিক্ষক’ বুঝে যান, কী হতে চলেছে, কারণ তিনি ভালোই জানতেন কীভাবে ‘চাকরি পেয়েছেন, তাই স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। ইতিমধ্যেই তার বেতনও বন্ধ হয়ে গেছে। 

এবার দেখে নিন এখন পর্যন্ত যে সব’শিক্ষক’ দের চাকরি বাতিল হয়েছে তাদের ও স্কুলের নাম।


 • ইমাম মোমিন, ইংরেজি শিক্ষক, রামচন্দ্রপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর 
• মহম্মদ গোলাম রব্বানি, ইংরেজি শিক্ষক, বলদিয়া বাশা হাই স্কুল, উত্তর দিনাজপুর
 • জুঁই দাস, বাংলা, গুরজপুর শিবগঞ্জ বিশ্বলক্ষ্মী হাই স্কুল, হাওড়া
 • মহম্মদ আজাদ আলি মির্জা, বাংলার শিক্ষক, খাবরা এইচ এন আগ্রিল হাই স্কুল, মালদা 
• ইলোরা হক, বাংলা • শেখ ইনসান আলি, ইতিহাস, বাণী নিকেতন আরএম বিদ্যালয়, পূর্ব বর্ধমান
 • মঞ্জুরুল সরকার, অঙ্ক, পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুল, মুর্শিদাবাদ 
• মহম্মদ আমির হোসেন, অঙ্ক, নাজিরপুর এসেরপাড়া হাই স্কুল, মুর্শিদাবাদ 
• মহম্মদ শরিয়াতুল্লা, অঙ্ক, ধর্মদঙ্গ হাই স্কুল, মুর্শিদাবাদ • রমজান আলি, অঙ্ক, লস্করপুর হাই স্কুল, মুর্শিদাবাদ 
• মহম্মদ জসিমউদ্দিন শেখ, অঙ্ক, কাজিপাড়া হরিদাস বিদ্যাভবন, মুর্শিদাবাদ
 • মেহেরুল হক, অঙ্ক, দিঘরি হাই স্কুল, মুর্শিদাবাদ 
• নীলমণি বর্মণ, অঙ্ক, সাহাপুর সাঁওতাল হাই স্কুল, মুর্শিদাবাদ, 
• নাজিরা খাতুন, ভূগোল, কামারতোড় হাই স্কুল, উত্তর দিনাজপুর • গুরুপদ ঘড়াই, জীবন বিজ্ঞান, কুতুবপুর নব আদর্শ হাই স্কুল, মুর্শিদাবাদ 
• অভিজিৎ রায়, ভৌত বিজ্ঞান 
• দিব্যেন্দু সমাজদার, ভৌত বিজ্ঞান, হোসেনপুর হাই স্কুল, মুর্শিদাবাদ 
• অরুণ কুমার সিনহা, ভৌত বিজ্ঞান 
• মহম্মদ তাজুউদ্দিন আহমেদ সাফিল ইমাম, ভৌতবিজ্ঞান
 • সিদ্দিক গাজি, অঙ্ক, সালুয়াডাঙা হাই স্কুল, মুর্শিদাবাদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad