চলে গেলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের ৩ বারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব

 



উত্তরপ্রদেশের রাজনীতিতে তিনি পরিচিত ছিলেন ‘নেতাজি’ হিসাবে।


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভারতীয় রাজনীতিতে আর এক নক্ষত্র পতন। চলে গেলেন সমাজবাদী প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। আজ ভোরে ৮২ বছর বয়সে মারা গেছেন এই বিচক্ষণ রাজনীতিক। ২২ শে আগস্ট থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তার চিকিৎসা চলছিল,কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে ২ অক্টোবর তাকে আইসিইউ তে স্থানান্তরিত করা হয়েছিল। তারপর থেকে, অবস্থা ক্রমশঃ খারাপ হতে থাকে। আজ সকালে তিনি পরলোকগমন করেন। তাঁর ছেলে অখিলেশ যাদব, পুত্রবধূ ডিম্পল যাদব এবং অন্যান্য এসপি কর্মীরা ছাড়াও, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা এবং আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী সহ দলীয় লাইনের নেতারা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অখিলেশ যাদবের সাথে কথা বলে তাঁর বাবার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে,তার সঙ্গে সমাজবাদী পার্টির সুপ্রিমোর বেশ কয়েকটি কিছু ছবি পোস্ট করেছেন। মোদী বলেন, "তিনি মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল ছিলেন। তিনি অধ্যবসায়ের সঙ্গে মানুষের সেবা করেছেন এবং লোকনায়ক জেপি এবং ডঃ লোহিয়ার আদর্শকে জনপ্রিয় করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন।" মুলায়ম সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতি শোক জানিয়ে বলা হয়, ভারতের রাজনীতিতে এটা একটা বিরাট ক্ষতি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল তার টুইট বার্তায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুলায়ম সিং তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। সে বছর থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে ২০২২ পর্যন্ত সংসদের সদস্য ছিলেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে তিনি পরিচিত ছিলেন ‘নেতাজি’ হিসাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad