২৪ শিশুসহ ৩৬ জনকে খুন, আত্মহত্যা করল গণহত্যার খলনায়ক এক প্রাক্তন পুলিশ কর্মী

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ ব্যাংকক থেকে প্রায় ৫৪০ কিলোমিটার (প্রায় ৩৩৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের একটি চাইল্ড কেয়ার সেন্টারে গণহত্যার খলনায়ক এক প্রাক্তন পুলিশ কর্মীকে সনাক্ত করল থাইল্যান্ডের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিআইবি)। থাই রয়েল পুলিশ জানিয়েছে, মাদক দ্রব্য রাখার অভিযোগে এ বছরের প্রথম দিকে তাকে পুলিশের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। নিহতদের মধ্যে পানিয়ার স্ত্রী ও সৎবোনও রয়েছেন পানিয়া আত্মহত্যা করার আগে ওদেরও হত্যা করেছিলেন। 
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ও-চা সরকারি সংস্থাগুলোকে আহতদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র আনুচা বুরাচাইসরি। প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা'র এক বিবৃতিতে বলা হয়, নোং বুয়া লাম্পহু প্রদেশের উথাইসাওয়ান না ক্লাং জেলার শিশু উন্নয়ন কেন্দ্রে এই গণহত্যা সংঘটিত হয়। তিনি এই ঘটনাকে "মর্মান্তিক" বলে অভিহিত করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পুলিশ মুখপাত্র মেজর জেনারেল পাইসান লুইসোমবোন জানিয়েছেন, 'পানিয়া তার দুই বছর বয়সী ছেলেকে খুঁজতে গিয়েছিলেন ওই চাইল্ড কেয়ার সেন্টারে। কিন্তু ছেলেটি সেখানে ছিল না। এরপর ছেলেকে না পেয়ে তিনি নার্সারিতে উপস্থিত লোকদের ছুরিকাঘাত করার পাশাপাশি গুলি করা শুরু করেছিলেন। এরপর পানিয়া একটি ঘরে প্রবেশ করেন। সেখানে তখন একসঙ্গে ২৪ টি শিশু ঘুমাচ্ছিল। তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাইকে হত্যা করেছিলেন পানিয়া। 
থাই রয়েল পুলিশ জানিয়েছে, পানিয়া মেথামফেটামিন রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার কথা ছিল আজ। এর আগে তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ইয়াবার নামে ট্যাবলেট পেয়েছে বলে জানা গেছে। ইয়াবা মেথামফেটামিন এবং ক্যাফিনের সংমিশ্রণ, যা সাধারণত পাউডারের মতো এবং ধূমপানে ব্যবহার করা হয় নেশার জন্য। স্থানীয়ভাবে এটি "পাগল ওষুধ" হিসাবে পরিচিত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad