বাঁশবেড়িয়া পৌঁরসভার বি, টি, পি, এসএ বিজয়া সম্মিলনীঃ বুথস্তরে সংগঠনকে চাঙ্গা করার ডাক

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত মতো, রাজ্যের বিভিন্ন শহর, গ্রাম এবং পৌর এলাকায় বিজয়া-সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। একদিকে যেমন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিজয়া-সম্মিলনী অনুষ্ঠানে হাজির থাকছেন, তেমনই, রাজ্যের বিধায়ক ও সাংসদরাও বিভিন্ন এলাকায় এই সম্মিলনীতে অংশ নিচ্ছেন। নেতৃত্বের সিদ্ধান্তমতো, এই বিজয়া-সম্মিলনীতে জন-সংযোগের কাজটিও করে নিচ্ছেন নেতা-নেত্রীরা। কারণ, আগামী বছরের প্রথম দিকেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর এটা ধরে নিয়েই সংগঠনকে বুথস্তরে মজুবুত করার চেষ্টা চালাচ্ছেন নেতা-নেত্রীরা।
সপ্তগ্রাম বিধানসভার অন্তরগত বাঁশবেড়িয়া পৌঁরসভার "বি, টি, পি, এস রিক্রিয়াসন হলে অনুষ্ঠিত হল বিজয়ী সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, বাশবেড়িয়ার বিধায়ক তথা বিশিষ্ট নেতা তপন দাশগুপ্ত, ধনিয়াখালির বিধায়িকা অসীমা পাত্র সহ অন্যান্য নেতা-নেত্রীরা। আর ছিলেন এলাকার রাজনৈতিক কর্মী ও স্থানীয় তৃণমূল নেতারা। সম্প্রতি, তপনবাবু বেশ কয়েকটি বিজয়া-সম্মিলনীতে অংশ নিয়ে সংগঠনকে তৃণমূলস্তরে চাঙ্গা করার ডাক দেন। তিনি সেখানে বলেন, পুরানো কর্মীদের সম্মান জানিয়ে তাদের সঙ্গে রেখেই সংগঠনকে মজবুত করতে হবে।
এই অনুষ্ঠানে, বুথস্তরে সংগঠনকে আরো মজুবুত করার ডাক দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাজা। তিনি এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সামনেই ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তবে, আমদের আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা থাকে না, একটা নির্বাচন শেষ হলেই আমরা পরেরটার জন্য তৈরি থাকি।‘

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad