Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

বাড়ির উপর ভেঙ্গে পড়ল রাশিয়ার সামরিক বিমান , মৃত ১৩

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল নিউজ ডেস্কঃ রাশিয়ার একটি সামরিক বিমান সোমবার ইউক্রেনের সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার একটি শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় ভেঙ্গে পড়ে। যার ফলে প্রায় ১৩ জনের মৃত্যু হয়। জানা গেছে, মৃতদের মধ্যে ৩ জন শিশু। 
 আপৎকালীন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের অনুসন্ধান শেষ করেছে এবং 'আরও ১০টি লাশ' খুঁজে পেয়েছে।
 জানা গেছে, সোমবার সন্ধ্যায় সুখোই এসইউ-৩৪ বিমানটি একটি ৯ তলা বাড়ির উপর ভেঙ্গে পড়ে। ওই বাড়িটিতে প্রায় ৬০০ লোক বাস করত। বিমানটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে এক তীব্র আলোর গোলা সৃষ্টি হয়। গোটা বাড়িটা ঢেকে যায় আগুনে। বাড়িটির পাঁচ তলায় আগুন ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগুন লাগার খবর জানানো হয়েছে এবং 'সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার' নির্দেশ দেওয়া হয়েছে বলে ক্রেমলিনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএসকে জানানো হয়েছে। 
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 'সুখোই এসইউ-৩৪' বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর জ্বালানিতে তা ছড়িয়ে যায়। তবে, বিমানটির পাইলটরা বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 
আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কোন্ড্রাতিভ সাংবাদিকদের বলেন, তার প্রশাসন বাসিন্দাদের "যথাসাধ্য সাহায্য" করছে এবং " তিনি বলেছেন, বাড়িটি মেরামত করা হতে পারে কিংবা, নতুন বাড়ি নির্মান করে দেওয়া হবে। তিনি বলেন, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে টেলিগ্রামে কনড্রাটিভ বলেছিলেন যে আগুনটি কয়েক তলায় ছড়িয়ে পড়েছে এবং ১৭ টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad