নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী চোরাচালানকারীর মৃত্যু

ভয়েস ৯, কলকাতাঃ নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার চুয়াডাঙ্গার দামুরহুদা সীমান্তে বিএসএফএর গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু ঘটেছে। অভিযোগ তিনি ঘটনাটি ঘটে শনিবার বিকালে ৯ নম্বর পিলারের কাছে, কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তে। নিহতের নাম মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর নাজরুল ইসলাম (৩২), বাড়ি বালদিয়া গ্রাম। মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য কৃষ্ণনগর মর্গে পাঠানো হয়েছে। 

মৃতের ছোট ভাই ইতাজুল আলী জানিয়েছেন, “"আমার বড় ভাই মুনতাজ রাতে মহিষকে সীমান্তে আনতে গিয়েছিলেন।. ভারতের বি এস এফ জওয়ানরা বেলা ১ টার দিকে সীমান্তের মূল পিলার নম্বর ৮২ এর অপর প্রান্ত থেকে ৭/৮ রাউন্ড গুলি চালায়। গুলিতে মুনতাজের মৃত্যু হয়। কৃষ্ণগঞ্জ থানার ওসি বাবিন মুখার্জি জানান, যে মৃত বাংলাদেশী যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং মোষ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। 
অন্যদিকে, চুয়াডাঙ্গা -৬ বিজিবির পক্ষে লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেছেন, “ঘটনা শোনার পরে আমরা বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছি।“ স্থানীয় সূত্র বলছে, চোরাচালানকারীরা পাচারের সময় বিএসএফের উপর গুলি চালিয়েছিল। বিএসএফ ব্যাটালিয়ন শনিবার গভীর রাতে ৫৪ নম্বর গেটে কিছু পাচারকারীকে মোষ পাচারের সময় বাধা দেয়। এরপর চোরাচালাওকারীরা তাদের উপর গুলি চালালে পালটা জবাব দেয় বি এস এফ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad