চন্দননগরঃ জগদ্ধাত্রী পুজো, লজে স্পেশাল কন্ট্রোল রুম বিদ্যুৎ দপ্তরের, বিসর্জনের দিন ৮ ঘন্টা বন্ধ বিদ্যুৎ সরবরাহ

মানস পাল, চন্দননগরঃ প্রতিমা বিসর্জনের দিন অর্থাৎ জদ্ধাত্রী পুজোর দশমীর দিন চন্দনগরে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আজ চন্দনগরের জ্যোতিরিন্দ্র সভাগৃহে জেলা প্রশাসন, বিদ্যুৎ দফতরের অধিকারিকদের নিয়ে জগদ্ধাত্রী পুজো নিয়ে রিভিউ মিটিং শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, আলোক-সজ্জার জন্যই বিখ্যাত চন্দনগরের জগদ্ধাত্রী পুজো। প্রতিবছর এখানকার আলোকশিল্পীরা নতুন নতুন বিষয়কে আলোকসজ্জার মাধ্যমে সকলের সামনে তুলে ধরেণ, তাই বিদ্যুতের বিষয়টা এখানাকার পুজোয় খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ নিয়ে যাতে অসুবিধা না হয় সেটা দেখার জন্য পুজোর চার দিন একটি লজে বিদ্যুৎ দফতরের ১০০ জন আধিকারিক থাকবেন। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ জানানোর জন্য সেখানেই থাকবে কন্ট্রোল রুম। এছাড়া, ১৩টি অফিস খোলা থাকবে। আর শহর জুড়ে ৪১টি মোবাইল ভ্যান টহল দেবে। তিনি বলেন, চন্দনগরের বিদ্যুৎ সমস্যা মেটাতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে আছে মাটির তলা দিয়ে কেবল বসানো। এই কাজে বরাদ্দ হয়েছে ১০৫ কোটি টাকা। এদিকে, এই কেবল বসানোর কাজ পুজোর আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, জানা যাচ্ছে, কাজ শেষ হতে চলতি বছরের ডিসেম্বর মাস কিংবা পরের বছর জানুয়ারী হবে।
তিনি বলেন, ২০১১ সালে ১৪৫টি পুজো কমিটি পুজোর অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল। কিন্তু ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২২১। ফলে, পুজোর সংখ্যা ৫২ শতাংশ বেড়েছে। ফলে, চাহিদা বেড়েছে বিদ্যুতের। এ বছর প্রয়োজন ৫০ মেগাওয়াট। তবে, সরকারের এ ব্যাপারে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন মন্ত্রী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad