Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

'ওরা দানব': রাশিয়ার কারাগারে ইউক্রেনীয় মহিলা বন্দীদের সঙ্গে আমানবিক ও ভয়াবহ অত্যাচার

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ মস্কোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে বন্দী বিনিময়ের অংশ হিসেবে গত সপ্তাহে ইউক্রেনীয় চিকিৎসক তেতিয়ানা ভাসিলচেঙ্কো এবং আরও ১০৭ জন মহিলাকে রাশিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে চারজন মহিলা বুধবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, কীভাবে রাশিয়ার কারাগারে তাদের সঙ্গে ‘অমানবিক ও নৃশংস আচরণ করা হয়েছে। একদিকে ক্ষুধা, অন্যদিকে শারীরিক নির্যাতন ও অপমান। জেলখানা তাদের কাছে ছিল নরকের অপর নাম।
 ভিক্টোরিয়া ওবিডিনা, পেশায় সামরিক নার্স। তাকে বন্দী করা হয়েছিল আজোভস্টাল ইস্পাত প্ল্যান্টে। এরপর তাকে রাশিয়ার অধিকৃত ওলেনিভকা শহরের কুখ্যাত কারাগারে আটক রাখা হয়। তিনি জানান, “ওরা যে খাবার দিত, তা মানুষের খাবার যোগ্য নয়। বাইরে যাওয়ার অনুমতি ছিল না, এমনকি হাঁটার জন্য বাইরে যেতে দেওয়া হতো না। তার মেয়েকে পাঠানো হয়েছিল একটি অনাথ আশ্রমে। তার মুখে একটাই কথা – ওরা দানব। নারী বন্দীদের রাখা হয়েছিল "তীব্র মানসিক চাপের" মধ্যে রাখা হয়েছিল। শিকার হতে হয়েছিল অপমানের, নির্যাতনের। চিকিৎসক তেতিয়ানা ভাসিলচেঙ্কো বলছিলেন তাদের বন্দী জীবনের কথা বন্দীদের বাইরের কোন খবর পাওয়ার উপায় ছিল না। 
ওরা আমাদের বলছিল যে আমাদের দেশের সবকিছু খারাপ ভাবে চলছে। কিয়েভের কর্তৃপক্ষ অনুমান করে যে কয়েক হাজার ইউক্রেনীয়কে এখনও রাশিয়া যুদ্ধবন্দী হিসাবে ধরে রেখেছে। গুসেনোভা, পূর্ব দোনেৎস্ক অঞ্চলের একজন স্বেচ্ছাসেবক, তিন বছর বন্দী অবস্থায় কাটিয়েছিলেন। 
২০১৯ সালে তাকে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অনাথ শিশুদের উদ্দেশ্যে কিয়েভপন্থী বিবৃতি দিয়েছেন। গুসেনোভা মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। কীভাবে বেঁচে ছিলেন, বুঝতে পারছেন না, হয়তো এই কথাগুলো বলার জন্যই।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad