ঝাড়খন্ড: রাঁচিতে বাসে আগুন: ঝলসে মৃত বাসের চালক ও হেল্পার

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ঝাড়খণ্ডের রাঁচিতে একটি বাসে আগুন লেগে বাসের হেল্পার ও চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, লোয়ার বাজার থানা এলাকার খাদগড়ায় রাজ্যের অন্যতম ব্যস্ততম টার্মিনাসে গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রাথমিকভাবে তাদের সন্দেহ, বাসের ভিতরে মোমবাতি জ্বালানোর কারণেই এই ঘটনা ঘটেছে। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলেও বাসটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন, বাসের চালক মদন মাহাতো (৫০) ও হেলপার ইব্রাহিম (২৫)। মদন মাহাতো গুমলা জেলার এবং ইব্রাহিম পশ্চিম সিংভূম জেলার চাইবাসার বাসিন্দা ছিলেন। খাদগড়ার থানা ফাঁড়ির ইন-চার্জ বিকাশ আরিয়ান জানান, " মধ্যরাতে চালক ও হেলপার বাসে ঘুমিয়ে থাকার সময় এ ঘটনা ঘটে। দেখে মনে হচ্ছে তারা দিওয়ালির জন্য বাসের ড্যাশবোর্ডে মোমবাতি জ্বালিয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে তারা সম্ভবত নেশা তারা শরীরে জ্বলন্ত তাপ অনুভব করতে পারেনি।" মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (রিমস) পাঠানো হয়েছে বলে জানান তিনি। 


মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক টুইটে লেখেন - রাঁচির খাদগড়া বাসস্ট্যান্ডে বাসে আগুন লেগে চালক ও হেলপারের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঈশ্বর বিদেহী আত্মার শান্তি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে শোকের কঠিন সময় সহ্য করার শক্তি দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad