আজ আংশিক সূর্যগ্রহণঃ বিকেলে সূর্যাস্তের আগে ভারতে শুরু হবে, কলকাতা থেকে দেখার সম্ভাবনা কম

শম্পা দত্ত, কলকাতাঃ আজ সূর্যগ্রহন। ভারতে এই গ্রহণ দেখা যাবে, কিন্তু সব জায়গা থেকে নয়। ভারতের বেশ কিছু জায়গা থেকে সূর্যগ্রহণ শুরুর দৃশ্য দেখা গেলেও, এর শেষ ভারত থেকে দৃশ্যমান হবে না, কারণ ভারতে তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে।
 ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় জানিয়েছে, আজ, ২৫ অক্টোবর আংশিক গ্রহণ বিকেলের সূর্যাস্তের আগে ভারতে শুরু হবে  এবং বেশিরভাগ জায়গা থেকে দেখা যাবে। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ (আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগর, শিলচর, তামেলং ইত্যাদি) থেকে এটি দৃশ্যমান হবে না।“ জ্যোতিঃপদার্থবিদ দেবী প্রসাদ দুয়ারি জানিয়েছেন, আংশিক সূর্যগ্রহণ নয়াদিল্লিতে বিকেল ৪টে ২৯ মিনিট নাগাদ শুরু হবে এবং সূর্যাস্তের সঙ্গে শেষ হবে সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে এবং সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ৪২ মিনিটে। মুম্বাইয়ে, গ্রহণটি বিকেল ৪ টা ৪৯ মিনিটে শুরু হবে এবং সর্বোচ্চ গ্রহণটি বিকেল ৫ টা ৪২ মিনিটে অনুষ্ঠিত হবে। 
পরবর্তী সূর্যগ্রহণ ২০২৭ সালের ২ আগস্ট ভারত থেকে দৃশ্যমান হবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad