কেন কৈশোরে, তারুণ্যে, যৌবনে বার বার খুন হচ্ছে জীবন?

তারক ঘোষঃ একে কি বলা যেতে পারে নষ্ট কৈশোর, বা নষ্ট তারুণ্য? নাহলে কেন ঘটবে একের পর এক কিশোর-তরুণী, কিশোরী-তরুণ খুনের ঘটনা, কেন ঘটবে অপহরণ করে খুনের ঘটনা, যেখানে বেশ কিছু অপহরণের উদ্দেশ্যই শেষে জানা যায়, ত্রিকোন প্রেম, কিংবা অবৈধ প্রেম? রাজ্য জুড়ে, একের পর এক কিশোর-যুবক-তরুণ খুনের ঘটনা প্রমান করছে, যে পথে যাওয়ার ছিল, সেই পথ ছেড়ে বাঁকা পথে মোড় নিয়েছে বর্তমানের এক শ্রেণির কিশোর-কিশোরীর জীবন ধারা। এটা কিন্তু, সমাজের বুকে ঘটে যাওয়া 'প্রেম' সংক্রান্ত  কিছু ঘটনা ও তার পরিণতি মাথায় রেখে বলা হচ্ছে। বিশেষ কিছু খুন, আত্মহত্যার ঘটনা, যেগুলি ঘটেছে প্রেমে প্রতারিত হয়ে, বা সবকিছু না জেনে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর। অথবা, স্কুলের ক্লাস নাইনের ছাত্র, প্রেমের বলি হয়েছে। এরকম ক্ষেত্রকে মাথায় রেখে।

জানি, অনেকেই আপত্তি তুলবেন আমার এই মন্তব্যের, কিন্তু তারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন, সোস্যাল মিডিয়ার ‘ফেক প্রোফাইল’কে বিশ্বাস করে কত কিশোরী-তরুণী ভিন্ন পথে চলে গেছেন। কাউকে খুন করা হয়েছে, কাউকে বেচে দেওয়া হয়েছে। কত কিশোর অল্প বয়সেই ত্রিকোণ প্রেমের বলি হয়েছে। কত তরুণী, প্রতারিত বা ধর্ষিতা হয়ে আত্মহত্যা করেছে। আমাদের ভাবার সময় এসেছে। বিশ্বাসের জায়গা কমছে। 
যে বয়সটা যে জন্য, সেই বয়সটা অন্য জায়গায় ব্যয় করতে গিয়ে সমস্যা বাড়ছে। হরিদেবপুরের অয়ন মন্ডলের কথাই ্ধরা যাক। এই খুনের ঘটনায় উঠে এলো ত্রিকোন সম্পর্কের তত্ত্ব। নিহত যুবকের এক বন্ধুর দাবি, শুধু বান্ধবী নয়, বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল অয়নের।


 কেন ঘটছে এ সব? খুন একটা অপরাধ, প্রেম নয়- এটা যেমন ঠিক। তেমনি, সেই ’জটিল’ প্রেমে এই যুবকরা যখন মগ্ন হয়, তখন তার পরিণতি আমরা এই সমাজের বুকে দেখতে পাই। নানা কারণ থাকে একটা খুনের পিছনে। অনেক নিরপ্রাধ মানুষ খুন হন, তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। এর জন্য আইন আছে, প্রশাসন আছে। কিন্তু, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অনেকেই এই আইন তুলে নিচ্ছেন নিজেদের হাতেই। ফলে, খুন হতে হচ্ছে, বহু নিরপরাধ কিশোরকে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad