মহারাষ্ট্রের নাসিকে লাক্সারী যাত্রী বাসে আগুন, এক শিশু সহ ১১ জনের মৃত্যু; দগ্ধ ৩৮

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মহারাষ্ট্রের নাসিকে যাত্রীবোঝাই একটি লাক্সারী বাসে আগুন লেগে এক শিশু সমেত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরো ৩৮ জন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাটি ঘটে ভোর ৫ টা নাগাদ নাসিকের আহলের কাছে অরাঙ্গাবাদ রোডের নন্দুর নাকা মির্চি হোটেলের কাছে। পিটিআইএর মতে একটি মালবাহী কন্টেনারের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে, ফলে বাসটিতে আগুন লেগে যায়। বাসটি ইয়াভাটমল থেকে মুম্বাই যাচ্ছিল, আর কন্টেনার ট্রাকটি নাসিক থেকে পুনে যাচ্ছিল। 
নাসিকের পুলিশ প্রধান আমল কপার জানান, "ডাই-হার্ড স্লিপার কোচের বেশিরভাগই যাত্রী ছিলেন। . আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায় নি।সঠিক কারণ অনুসন্ধান করার জন্য তদন্ত করা হচ্ছে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায় আহতদের ৫0,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন,দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন নাসিকের মন্ত্রী দাদা ভুসে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad