ওডিশার দুর্গাপুজোয় মা ভিন্ন রূপে

দুর্গাপুজো উপলক্ষে ছুটি থকারা কারণে আমরা এই খবরটা দিতে পারিনি। আজ তা প্রকাশ করা হল।

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বরঃ ওডিশার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো হয়। সহর থেকে গ্রাম, দেখা যায় মায়ের ভিন্ন রূপ। এখানে, দুর্গাপুজো প্রায় দশ থেকে ষোল দিন ধরে সম্পূর্ণ আচার-অনুষ্ঠানের সাথে পালন করা হয়। এটা স্থানীয় ভাষায় শোদাস উপাচার / শোহলা দিনাত্মাকা নামে পরিচিত, যা মহালয়ার সাত দিন আগে শুরু হয়। বিজয়াদশমী বা দশেরায় শেষ হয়। এটা দশম দিন। 

উদযাপনের দশ দিন ধরে, উত্সবের উদ্দীপনা মানুষকে সম্পূর্ণরূপে গ্রাস করে কারণ সশস্ত্র, দেবী দুর্গার মূর্তিটি সুসজ্জিত পূজা প্যান্ডেলগুলিতে প্রতিষ্ঠিত হয়। রাজ্য জুড়ে বিভিন্ন প্যান্ডেলে ভক্তরা দেবী দুর্গাকে পুজো করেন। ওড়িশায় প্যান্ডেলকে মেধো বলা হয়। বহু বছর ধরে, সবচেয়ে ব্যয়বহুল প্যান্ডেলটি ছিল কটকের চৌধুরি বাজার এলাকার প্যান্ডেলের 'চান্ডি মেরাহা' (চাণ্ডি মানে ধাতব রৌপ্য)। এই মূর্তির অলঙ্করণ সম্পূর্ণরূপে রৌপ্য দিয়ে নির্মান করা হয়েছিল। এবারে, দুররাপুজোর সময় থেকে বৃষ্টির পূর্বাভাষ ছিল। কাজেই মন খারাপ ছিল এখানকার স্থায়ী বাসিন্দা বাঙালি ও ওড়িয়াদেরও। পুরী শহরের আশে-পাশে বেশ কিছু দুর্গাপুজো হয়। এগুলির উদ্যোক্তা যেমন স্থানীয় বাঙালিরা আছেন, তেমনি আছেন ওড়িয়ারাও। তবে প্রতিমার গড়নে অন্য রূপ লক্ষ্য করা যায়।









নিজস্ব চিত্র




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad