বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে তামিলনাড়ুর চিদাম্বরমের নটরাজ মন্দিরের ৩ জন পুরোহিত গ্রেপ্তার

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে তামিলনাড়ুর চিদাম্বরমের নটরাজ মন্দিরের ৩ জন পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ অক্টোবর নটরাজ মন্দিরে এই বাল্যবিবাহের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ওই ৩ পুরোহিত বিবাহের কাজ-কর্ম করান বলে অভিযোগ। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে এক ১৬ বছরের ছেলের সঙ্গে ১২ বছরের মেয়ের বিয়ে দেওয়া হয় বলে কুড্ডালোর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল সমাজ কল্যাণ বিভাগ।
 অভিযোগে বলা হয়েছিল, হেমাসাবেসা দীক্ষিত ২০২১ সালে তার ১৩ বছর বয়সী একটি মেয়েকে বিজয়বালা দীক্ষিতের ছেলে জ্ঞানাসেকরের সাথে বিয়ে দিয়েছিলেন, যার বয়স এখন ১৭ বছর।
এরপর পুলিশ নটরাজ মন্দিরের পুরোহিতদের সচিব হেমাসাবেসা দীক্ষিতকে বিজয়বালা দীক্ষিতের সঙ্গে গ্রেপ্তার করেছিলেন। বিজয়বালার ছেলে জ্ঞানশেখরনকেও বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 
পুরোহিতদের গ্রেপ্তারের প্রতিবাদে তাদের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছিল, কিন্তু তারা কিছুক্ষণ পরে এটি বন্ধ করে দেয় বলে জানা গেছে। 
সম্প্রতি, হিন্দু চ্যারিটেবল অ্যান্ড এনডাওমেন্ট বিভাগ মন্দিরের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে পরামর্শ চেয়েছিল। এর উত্তরে তারা মন্দিরের অনিয়ম এবং অব্যবস্থাপনা সম্পর্কে প্রায় ১৯,০০০ টি চিঠি পেয়েছিল, যার মধ্যে মন্দিরে বাল্যবিবাহ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad