আংশিক সূর্যগ্রহণ কালীপুজোর দিন, দেখা যাবে কলকাতা থেকেও

নিজস্ব প্রতিনিধিঃ আর কয়েকদিন পরেই সূর্যগ্রহণ। দেশের অন্যান্য কয়েকটি স্থানের সঙ্গে শহর কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ সাক্ষী থাকবে এই সূর্যগ্রহণের। তবে , পূর্ণ নয়, আংশিক সূর্গ্রহণ দেখতে পাবেন রাজ্যের মানুষ। কলকাতার অ্যাস্ট্রোনমি স্পেস এবং আর্থ সায়েন্সের ডিরেক্টরের দেবীপ্রসাদ দুয়ারি এ খব জানিয়েছেন। আগামি ২৫ অক্টোবর সূর্যাস্তের কিছুটা আগেই কলকাতা সহ পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে দেখা যাবে এই গ্রহণ। আলো আর আধারির মাঝে এই গ্রহণ হবে এক মহাজগতিক ঘটনা।
 জানা গেছে, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে এই গ্রহণ ভালো দেখা যাবে। কারণ, পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে সূর্যাস্ত দেরিতে হয়। একই সঙ্গে, আর একটি বিষয়, যদি আকাশা মেঘ থাকে বা ঘুর্নাবর্তের জেরে এই রাজ্যে বৃষ্টি শুরু হয়, তাহলে এই অপূর্ব দৃশ্য থেকে বঞ্চিত হবে মানুষ। 
চোখের উপর এই গ্রহণের প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন দেবীপ্রসাদ দুয়ারি। তিনি গ্রহণ দেখার জন্য বিশেষ ধরণের চশমা ব্যবহারের কথা বলেছেন। এমনকি সান ফিল্টারের মতো জিনিস ব্যবহারের কথাও বলছেন আর্থ সায়েন্সের ডিরেক্টর। তবে তিনি জানান, এক্স-রে ফিল্ম কিংবা সানগ্লাস ব্যবহার করে এই গ্রহণ দেখা উচিৎ হবে না। এতে চোখের উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad