১ নভেম্বর থেকে বাড়তে পারে রান্নার গ্যাসের দাম? চালু হচ্ছে ওটিপি

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে গৃহস্থ মানুষের নাজেহাল অবস্থা। একদিকে, জিনিষপত্রের মূল্যবৃদ্ধি, ওষুধপত্রের লাগাম-ছাড়া দামে জেরবার সাধারণ মানুষের কি আবার ছ্যাঁকা খাওয়ার সময় হলো? এই প্রশ্নটাই এখন ঘুওরছে মাস শেষের সময়ে। 
প্রতি মাসের প্রথমে গ্যাসের দাম ঘোষণা করা হয়। এই মুহুর্তে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। ফলে, অনুমান করা হচ্ছে যে, ১ তারিখেই ফের বৃদ্ধি পেতে পারে LPG সিলিন্ডারের দাম। যার ফলে ঘরোয়া রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজির LPG সহ ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। 
এছাড়া, ১ নভেম্বর থেকেই LPG সিলিন্ডার কেনার ক্ষেত্রে ওটিপি নিয়ম চালু করা হচ্ছে। আগামী মাস থেকে গ্যাস সিলিন্ডার বুক করার সময়ে গ্রাহকের কাছে একটি ওটিপি আসবে। ডেলিভারি ম্যান যখন গ্যাস সিলিন্ডার নিয়ে গ্রাহকের বাড়িতে পৌঁছবেন তখন তাঁকে সেই ওটিপি জানালেই গ্যাস সিলিন্ডারটি ডেলিভারি পাওয়া যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad