Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

সুপার নিউমেরারি পোস্টঃ কলকাতা ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা রাজ্যের

অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লিঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন, মামলা লড়তে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই রকম পরিস্থিতিতে বেনামী আবেদন মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। জানা গেছে, গতকাল রাতেই এ ব্যাপারে শীর্ষ আদালতে আবেদন করা হয়, আজ সকালে শুনানীর সম্ভাবনা। রাজ্যের হয়ে এই মামলায় অংশ নেবেন বিশিষ্ট আইনিজীবী মুকুল রোহিতগী। 
 আইনজীবীদের মতে, এর ফলে আবার জটিলতা সৃষ্টি হল। অন্যদিকে, তাদের একাংশের প্রশ্ন, একজন সচিবের হাজিরা ঠেকাতে এত খরচ করে শীর্ষ আদালতে রাজ্য কেন গেল? মামলার সূত্রপাত সুপার নিউমেরারি পোস্টে অযোগ্য শিক্ষকদের নিয়োগের পরিকল্পনা নিয়ে। স্কুল সার্ভিস কমিশন এই শূন্যপদ তৈরির কথা জানিয়েছিল। কমিশন আদালতে বলেছিল, অনেকেই তিন-চার বছর ধরে চাকরি করছেন, তাঁদের পরিবার রয়েছে, তাদের কথা ভেবেই আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad