১০ বছর ধরে টিকিট কাটতেন, অবশেষে কোটি টাকা জিতলেন হুগলির এক মাংস বিক্রেতা

মানস পাল, হুগলিঃ একদিকে লটারিতে কীভাবে কোটি টাকা এল, তা নিয়ে যখন সিবিআই এর ছোটাছুটি, ঠিক তখন হুগলি জেলার এক মাংস বিক্রেতা জিতে নিলেন কোটি টাকা। দীর্ঘদিন, যাকে ভাগ্য সেভাবে সহায়তা করেনি বলে তার অভিযোগ, সেই অভিযোগের বদলে তার মুখে এখন বিজয়ীর হাসি। আর সবচেয়ে বড় কথা, এই কোটি টাকা নিয়ে তার কোন টেনশন নেই। 
 জানা গেছে, হুগলির পান্ডুয়া থানার রামেশ্বরপুরে বাড়ি আব্দুল কাশেমের। পেশায় মাংস বিক্রেতা। দীর্ঘ বছর ধরে, ভাগ্য ফেরানোর আশায় তিনি কেটে চলছিলেন লটারির পর লটারি। মাঝে মাঝে কিছু পেলেও, সেভাবে তার ভাগ্যের চাকা ঘোরেনি। কিন্তু ১০ বছর পর, সত্যিই ঘুরে গেল তার জীবনের মোড়। জিতে নিলেন কোটি টাকা। 
জানা গেছে, গত বৃহস্পতিবার এক স্থানীয় লটারি বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকার লটারির টিকিট কেটেছিলেন আব্দুল। আর সেই টিকিটটাই হয়ে উঠল তার ভাগ্যের চাবিকাঠি। 
তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, "কেমন লাগছে?" 
হেসে বলেছিলেন, "বিশ্বাস হচ্ছে না।"
 "কী করবেন এবার এই টাকা নিয়ে?" 
আব্দুল জানান,"কিছুটা ব্যয় করে ব্যবসাটা বাড়াবো। ইচ্ছে আছে, নতুন কিছু শুরু করার। আর ছেলেদের ভবিষ্যতের জন্য কিছুটা রাখব। তবে, আর একটা ইচ্ছে আছে, এই টাকা থেকে মানুষকে সাহায্য করারও।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad