দিল্লি-হরিদ্বার হাইওয়ে দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪, আহত ১


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মুজফফরনগর জেলার নতুন মান্ডি থানা এলাকার দিল্লি-হরিদ্বার হাইওয়েতে(এনএইচ-৫৮) একটি দ্রুতগতির ট্রাক উল্টে গাড়ির ওপর পড়ে নয়ডার এক ইঞ্জিনিয়র,তার স্ত্রী, ভগ্নিপতি ও তার এক বছরের মেয়েসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইঞ্জিনিয়ারের ভাই গুরুতর আহত হন। 
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সময় পাঁচজনই হরিদ্বার থেকে নয়ডা যাচ্ছিলেন। নিউ মান্ডি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহাবীর সিং বলেন, "মিরাটের দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং গাড়ির উপর পড়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। 
মৃতদের নাম আশিস অবস্ থি(৩২), তাঁর স্ত্রী নূপুর অবস্থি ২৮), তাঁর ছোট ভাই দীপকের স্ত্রী রত্না অবস্থি এবং তাঁর এক বছরের মেয়ে কাশ্মী অবস্থি। আশিস ও তাঁর স্ত্রী নয়ডার সেক্টর ৪৬-এর গার্ডেনিয়া সোসাইটির বাসিন্দা ছিলেন। তিনি দিল্লির একটি এনার্জি এফিসিয়েন্সি কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর ভাই দীপক (৩০), যিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন, তিনি পুনের একটি সংস্থার আইটি ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 
পুলিশ আধিকারিকরা আরও জানান, দুর্ঘটনার পর পাঁচজনকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আশিস, নূপুর ও কাশমিকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুইজনকে মিরাটের একটি হাসপাতালে রেফার করা হয়, যেখানে রত্নাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad