পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের নাট মন্ডপের ভিতরে ফাটলগুলির সংষ্কারের পদ্ধতি নিয়ে দ্বিমত

ভয়েস ৯, ভুবনেশ্বরঃ পুরী শ্রীজগন্নাথ মন্দিরের নাট মন্ডপের ভিতরে ফাটলগুলির অবস্থা দেখার পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) প্রযুক্তিবিদদের একটি দল এবং আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞরা কাঠামোটির মেরামতের ব্যাপারে 'ভিন্নমত' প্রকাশ করেছেন।
 শ্রীজগন্নাথ মন্দিরের সংরক্ষণের কাজ তদারকির জন্য ওড়িশা হাইকোর্ট কর্তৃক নিযুক্ত অ্যামিকাস কিউরি এন কে মোহান্তি রবিবার মন্দিরের নাট মন্ডপের ফাটলগুলি পর্যালোচনা করার সময় দলগুলির মধ্যে এই মতানৈক্য দেখা যায়। এএসআই-এর দলটি গঠত হয় অতিরিক্ত ডিজি জাহ্নবীজ শর্মার নেতৃত্বে এবং অরুণ মেননের নেতৃত্বে আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞদের একটি দল গঠিত হয়। তারা গতকাল মন্দিরের নাট মণ্ডপে তৈরি হওয়া ফাটলগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। 


মন্দিরের অভ্যন্তর পরিদর্শনের সময় উপস্থিত মোহান্তি সাংবাদিকদের জানান যে একটি দল মরীচি মেরামতের জন্য মতামত দিয়েছিল, অন্যদল মরীচিটি পুরোপুরি প্রতিস্থাপনের প্রস্তাব দিয়েছিল। অ্যামিকাস কিউরি পরিষ্কার করে জানিয়েছেন যে, নাট মণ্ডপের ফাটলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এএসআই-এর কোর কমিটি নেবে। কেউ কেউ তাদের (ক্র্যাক অংশগুলি) একসঙ্গে বেঁধে রাখার পরামর্শ দিয়েছিলেন, অন্যরা সেগুলি পূরণ করার জন্য মতামত দিয়েছিলেন। কেউ কেউ এমনকি বলেছিলেন যে আমাদের মরীচিটি প্রতিস্থাপন করা উচিত। তাই মেরামতের কাজ যাতে শীঘ্রই শেষ হয় তা নিশ্চিত করার জন্য কোর কমিটি সিদ্ধান্ত নেবে।" 
 অ্যামিকাস কিউরি এন কে মোহান্তি বলেন, “তবে স্বস্তির বিষয় হল, প্রায় চার বছর আগে ২০১৮ সালে নাটা মণ্ডপে যে পরিমাণ ফাটল দেখা গিয়েছিল, তা একটুও খারাপ হয়নি। ফাটলগুলো আর বাড়েনি।“ কিন্তু চার বছর পরেও কেন মন্দিরের এত গুরুত্বপূর্ণ অংশে ফাটল এখনও মেরামত করা হল না, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad