Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

একদিকে সুকান্ত, অন্যদিকে শুভেন্দুঃ মহামান্য রাষ্ট্রপতি সহ জনজাতিকে অপমানের বিচার চাইলেন জনজাতি গৌরব দিবসে

শম্পা দত্তঃ ক্ষোভ রয়েছে আদিবাসী সমাজের মধ্যে।রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির ভারতের রাষ্ট্রপতির প্রতি অসম্মানজনক উক্তির জন্য। আর সেই ক্ষোভ সামলাতে মমতা ব্যানার্জী গেলেন বেলপাহাড়ীতে। বোঝার চেষ্টা করলেন আদিবাসীদের আর কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিমাতৃসুলভ আচরণের কারণ ব্যাখ্যা করে নজর ঘোরাতে চেষ্টা করলেন অন্যদিকে। 
অখিল গিরি প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সেখানকার আদিবাসী পরিবারের সঙ্গে মিশে গিয়ে প্রমান করার চেষ্টা করলেন তার দল আদিবাসীদের প্রতি সহানুভূতিশীল। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি ও বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা আওয়াজ তুললেন, জঙ্গলমহল সহানুভূতি বা করুণা নয়, জঙ্গলমহল কাজ চায়। 
মমতা আজ বেলপাহাড়ীতে বলেছিলেন আদিবাসীদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হবে, ডাক্তার হবে। তিনি অনেক মেডিক্যাল কলেজ করে দিয়েছেন। কিন্তু বিজেপি নেতারা অভিযোগ করেন, জঙ্গলমহলে এসে তিনি চপ-তেলেভাজা দিয়ে কী বোঝাতে চাইলেন? 
শুভেন্দু অধিকারী এদিন তৃণমূল সরকারের দূর্নীতির খতিয়ান তুলে ধরেন গোপিবল্লভপুরের সভায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলকে সতর্ক করে তীব্র লড়াই এর ডাক দিলেন তিনি। তিনি বলেন, “এ বিজেপি রিয়েল অপোজিশন, সেটিং অপোজিশন নয়।“ 
অন্যদিকে, সুকান্ত মজুমদার তার ভাষণের মূল সুর ধরে রাখলেন রাষ্ট্রপতির অপমান ও তার বিরুদ্ধে জনজাতির প্রতিবাদের মধ্যে। তিনি বলেন, “জনজাতি সমাজ থেকেই জন্ম নিয়েছেন সিধু-কানহ এর মতো দেশপ্রেমিকরা। জন্মেছেন বিরসা মুন্ডার মতো দেশপ্রেমিকরা, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন দিয়েছেন। আর সেই লাল মাটির জঙ্গলমহলের মানুষ কোনো অন্যায় মেনে নেবে না।“

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad