ইজিবাইক কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের করিমগঞ্জে ইজিবাইক কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে কুলাঙ্গার ছেলে। শুক্রবারে রাতে এ হত্যাকাণ্ড ঘটে। কটিয়াদী সদরের পশ্চিমপাড়া নদীরচর মহল্লার মোতালিব মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৩)। করিমগঞ্জের হাত্রাপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে এনামুল হক রেনু (৪০)। করিমগঞ্জে ইজবাইক কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে বিজয়ের (১৯) বিরুদ্ধে। 
শুক্রবার রাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রেনু হাত্রাপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। নিহতের মা মর্তুজা বেগম জানান, রেনুর ছেলে বিজয় শুক্রবার সন্ধ্যায় বাড়িতে গিয়ে বাবার কাছে ইজিবাইক কিনে দেওয়ার জন্য আড়াই লাখ টাকা চায়। বাবা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর বিজয় বাবাকে হুমকি দিয়ে চলে যায়। শনিবার সকাল ৭টার দিকে মর্তুজা বেগম ছেলেকে ডাক দিতে গেলে ঘরের মঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। 
খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। জানা গেছে, নিহত রেনু বেশ কয়েকটি বিয়ে করলেও তার সঙ্গে কেউ থাকেন না। তিনি একাই বাড়িতে থাকতেন। তার এলোমেলো জীবনযাপনের কারণে পরিবারের লোকজন বিরক্ত ছিল। রেনুর প্রথম স্ত্রীর ছেলে বিজয় পাশের সতেরদরিয়া গ্রামে ফায়জুল হকের মুরগির খামারে কাজ করতো। রেনুর স্বজনদের অভিযোগ, ছেলে বিজয় দলবল নিয়ে তার বাবাকে হত্যা করেছে। খবর পেয়ে করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, ওসি শামসুল আলম সিদ্দিকী ও ওসি (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান বলেন, রেনুর মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত ছাড়াও পুরো শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পুরো ঘরে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। এ ঘটনায় বিজয়কে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে নিহতের ভাই মোজাম্মেল হক রোকন বাদী হয়ে থানায় মামলা করবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad