তলোয়ার দিয়ে মুন্ডচ্ছেদ করে সৌদি আরবে ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে গত ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। তলোয়ার দিয়ে অপরাধীদের শিরশ্ছেদ করে এই মৃত্যুদন্ড কার্যকর করা হয়। 
জানা গেছে, প্রায় ১২ জনকে মাদকের অভিযোগে বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে তিনজন পাকিস্তানি, চারজন সিরীয়, দুজন জর্ডানি এবং তিনজন সৌদি নাগরিক ছিলেন। চলতি বছরের মার্চে সৌদি আরব সবচেয়ে বড় গণ-মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে হত্যা ও জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি আরব এই ধরনের শাস্তি হ্রাস করার প্রতিশ্রুতি দেওয়ার প্রায় দু বছর পরে সম্প্রতি এই ধরণের মৃত্যুদণ্ড দেওয়া হল। 
২০১৮ সালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে সৌদি ডেথ স্কোয়াডের হাতে তুরস্কে মার্কিন সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর এ ঘটনা ঘটে। ২০১৮ সালেও, সৌদি প্রশাসন মৃত্যুদণ্ড কমানোর চেষ্টা করেছিল, কেবল হত্যা বা গণহত্যার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ডের আওতায় আনা হয়েছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad