শৌচালয় যখন মৃত্যুফাঁদ, মালদার পর পুরুলিয়ায় ছাত্রের মৃত্যু দেওয়াল ভেঙে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ স্কুলের শৌচালয় গুলি কি মৃত্যুফাঁদ হয়ে উঠছে? মালদার পর পুরুলিয়াতে শৌচাগারের দেওয়াল ভেঙ্গে আর এক শিশু পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এই প্রশ্নই তুলছেন অভিভাবকরা। অন্যদিকে, ছাত্রের এই অস্বাভাবিক মৃত্যুতে একটি মামলা দায়ের করা হয়েছে। 
মালদহের পর এবার পুরুলিয়ার আদ্রা থানার শ্যামসুন্দরপুর এলাকায় এক স্কুলের শৌচাগারের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শিশু পড়ুয়ার। এই ঘটনায় অভিভাওবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পুরুলিয়ার আদ্রা থানার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা মণীন্দ্র চিত্রকরের বয়স মাত্র ৫। তাই তাকে গ্রামেরই এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে যেত। 
আজও সে স্কুলে গিয়েছিল। জানা গেছে, ক্লাস শুরু হওয়ার আগে মণীন্দ্র কিছু বন্ধুর সঙ্গে স্কুল চত্বরে খেলা করছিল। এমন সময় সে খেলতে খেলতে শৌচাগারের দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করে। তারপর সেই পাঁচিল ভেঙে পড়ে। গুরুতর ভাবে আহত হওয়া মণীন্দ্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
 বিডিও রবিশংকর গুপ্তা ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad