আজ ভোরে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসে দু বার রুদ্ধঃশ্বাস ছিনতাই

রায়া গুপ্তা, শিলিগুড়িঃ আজ ভোরে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসে দু বার রুদ্ধঃশ্বাস ছিনতাইএর ঘটনা ঘটে। সর্বস্বান্ত হয়ে যান ওই ট্রেনের দুটি কামরার যাত্রীরা। এ ব্যাপারে রেল-পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। 
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে কলকাতা থেকে রায়গঞ্জ আসার পথে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসে ছিনতাই এর দুটি ঘটনা যখন ঘটে তখন ট্রেনটি নিউ ফারাক্কা ও মালদা স্টেশন ঢুকছিল। প্রথমে ভোরের দিকে নিউ ফারাক্কা স্টেশনে ট্রেনটি ঢোকার আগে একদল দুষ্কৃতী ট্রেনের একেবারে শেষের দিকে থাকা জেনারেল কামরা থেকে যাত্রীদের মালপত্র, মানিব্যাগ, মোবাইল ছিনতাই করে। এরপর তারা ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। 
এরপর মালদা স্টেশনে ঢোকার আগে ওই ট্রেনের গতি কমে গেলে অন্য একটি জেনারেল কামরায় ছিনতাইকারীরা উঠে পড়ে। শুরু হয় লুটপাট। একইভাবে, যাত্রীদের মালপত্র, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় স্বভাবতইঃ যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকালে রায়গঞ্জ স্টেশনে নেমে রেলওয়ে পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত যাত্রীরা। তাদের অভিযোগ, অভিযোগ, ট্রেনটিতে আরপিএফ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad