পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে রাস কার্নিভালের ভাবনা

রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, একশো দিনের কাজের সুযোগ বাড়াতে হবে। গতকাল মন্ত্রীসভার বৈঠকে, তিনি সরাসরি শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে বিভিন্ন মেলার পিছনে খরচের কথা জানতে চেয়েছেন। তারপর মেলায় রাশ টানার কথা বলেছেন। 

  মানস পাল, পূর্ব বর্ধমান:  আর ক’দিন পরেই রাস। কার্তিকীপূর্ণিমায় অনুষ্ঠিত হয় বাংলার এক শ্রেষ্ঠ লোকায়ত উৎসব ‘রাস’। তাই আসন্ন রাসযাত্রাকে কেন্দ্র করে সেজে উঠছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, নদিয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপ। এই তিন শহরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। তবে অন্য স্থানের তুলনায় নবদ্বীপের রাসের প্রধান বিশেষত্ব হল মূর্তির বিশালতা। অপূর্ব মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানারূপে শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। 


ধর্মীয় ব্যাখ্যা অনুসারে, রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস। আর লীলা মানে খেলা। অর্থাৎ রাসলীলার মানে শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও তাদের সখী-সাথীদের লীলাখেলা। জানা যায়, চৈতন্য মহাপ্রভুর বাল্যশিক্ষা হয়েছিল পূর্বস্থলী অঞ্চলেই, সেই সময় থেকেই এখানকার রাস উৎসব বিখ্যাত। 
এখন, এই এলাকায় কয়েকশো বারোয়ারী রাস হয় বলে জানা গেছে। এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, মেলা বন্ধ করে, একশো দিনের কাজের সুযোগ বাড়াতে হবে। 



গতকাল মন্ত্রীসভার বৈঠকে, তিনি সরাসরি শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে বিভিন্ন মেলার পিছনে খরচের কথা জানতে চেয়েছেন। তারপর মেলায় রাশ টানার কথা বলেছেন। 
জানা গেছে, রাস উৎসবের জন্য বিখ্যাত পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর রাসকে নিয়ে এবার চমক দিতে চাইছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পরিকল্পনা রাস কার্নিভালের। আর সেই কার্নিভালে পুরস্কার দেওয়ার ভাবনাও রয়েছে শ্রেষ্ঠ আয়োজকদের। 
জানা গেছে, পূর্বস্থলী ১নং ব্লক কেন্দ্রীয় রাস উৎসব কমিটির পক্ষ থেকে এই কার্নিভাল করা হবে। গত মঙ্গলবার শ্রীরামপুর পঞ্চায়েত অফিসে এই নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্বপনবাবু ছাড়াও বিভিন্ন পুজো কমিটির কর্তা-ব্যক্তিরা, বিডিও দেবব্রত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্যরা। 
ভাবনা রয়েছে, কার্নিভালে প্রথম স্থানাধিকারীকে এক লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৮০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে ৬০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পুজো কমিটিগুলির জন্য মোট পাঁচ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad