ব্রিটিশ আমলে তৈরি হুগলির কুন্তিঘাটের কাঠের ঝুলন্ত সেতুর লোহায় মরচে পড়েছে, সংস্কারের দাবি

মানস পাল, হুগলিঃ গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছেন বিভিন্ন রাজ্য সরকার। ব্যতিক্রম নয় এই রাজ্যও। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্যের সেতুগুলোর হাল জানানোর জন্য। ঠিক সেই সময় হুগলির কুন্তিঘাটে ব্রিটিশ আমলে তৈরি কাঠের ঝুলন্ত সেতু্র অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, কুন্তি নদীর উপর এই ছোট ঝুলন্ত সেতুটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। এই সেতু দিয়েই নদী পারাপার করেন প্রতিদিন অসংখ্য মানুষ। শুধু পায়ে হেটেই নয়, এর উপর বর্তমানে চলছে টোটো, বাইক, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স। দ্রুতগতিতে বাইক চালানোয় কেঁঁপে উঠে সেতুটি দুলতে থাকে। 


সেতুর মেঝে কাঠের টুকরো জুড়ে জুড়ে তৈরি, মাঝে মাঝেই বেশ কিছুটা ফাক। এই ফাকে অনেকের পা আটকে দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো, বাইরে নোটিশ দেওয়া আছে ১৬ মণ পর্যন্ত মাল বহন করা যাবে। কিন্তু কে মানছে? বড়ো বড়ো ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে পণ্য। 


মগড়া ও বলাগড় দুই ব্লকের সংযোগকারী এই কাঠের ঝুলন্ত সেতু দিয়ে চলছে স্কুলের পুলকার। অথচ, সংযোগকারী লোহার বিমে মরচে পড়েছে, পাটাতনের কাঠ মাঝে মাঝেই ভেঙ্গে গেছে। মোরবির দুর্ঘটনার পর পুলিশ কিছুটা সতর্ক, কিন্তু বিকল্প না থাকায় বিপদ জেনেও পারাপার করছে মানুষ, গাড়ি সবকিছুই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad