এবার থেকে যারা বিধবা ভাতা পান, তারা লক্ষীর ভান্ডারের সুবিধাও নিতে পারবেন

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের এক জনমুখী প্রকল্প ‘লক্ষীর ভান্ডার’ নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার। এই ঘোষণায় বলা হয়েছে, এবার থেকে যে সমস্ত মহিলা বিধবা ভাতা পেতেন, তারাও ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা ভোগ করবেন। আজ নবান্নে, মুখ্যমন্ত্রীর উপস্থিতে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে, রাজ্যের কয়েক হাজার দরিদ্র বিধবা মহিলা উপকৃত হবেন। এরা এতদিন এই প্রক্লপের সুবিধা পেতেন না। এছাড়া এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে আরও ২৬১ টি নতুন পদ সৃষ্টি করা হবে। এর ফলে বেশ কিছু নতুন কর্মসংস্থান হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad