আজ ‘ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি অফ ক্রাইম এগেন্সট জার্নালিস্ট’ঃ বিশ্বজুড়ে সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতার শিকার

বেশিরভাগ হত্যাকাণ্ড নিউজরুমের বাইরে ঘটেছে। কিছু সাংবাদিককে রাস্তায় অথবা গাড়িতে খুন করা হয়েছে। অন্যদিকে কিছু সাংবাদিককে অপহরণ করা হয়েছিল এবং পরে তাদের মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এমনকি বহু সাংবাদিককে তাদের পরিবারের সদস্যদের এমনকি তাদের সন্তানদের সামনেও হত্যা করা হয়। 


তারক ঘোষঃ আজ ইউনেস্কো ঘোষিত ‘‘ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি অফ ক্রাইম এগেন্সট জারনালিস্ট’। সারা বিশ্বে ক্রমশঃ নিরাপত্তাহীন হয়ে পড়ছেন সাংবাদিকরা। পেশার টানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ বিসর্জন দিচ্ছেন সাংবাদিকরা। খবর পছন্দ না হলে বা সরকারের বিপক্ষে গেলেই নিগ্রহের শিকার হন সাংবাদিকরা। এটা প্রায় সব দেশের চিত্র। কিন্তু, সাংবাদিকদের অপরাধ কোথায়? তারা তো চাকরির নিয়ম মেনে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে। প্রয়োজনে, বিপদকে বিপদ জ্ঞান না করে। যুদ্ধক্ষেত্রে, দুর্গম জায়গায়। মানুষএর কাছে সত্যকে পৌছে দেওয়ার দায়িত্ব নিয়ে। অথচ, আজ টার্গেট তারাই। অফিসে নয়, নিউজরুমের বাইরে ঘটেছ হত্যা। সাংবাদিকদের জন্য কি কোনও নিরাপদ স্থান নেই? 


২০২০-২০২১ সালে নিহত ১১৭ সাংবাদিকের মধ্যে ৭৮ শতাংশ অথবা ৯১ জন সাংবাদিক তাদের অফিস থেকে দূরে থাকাকালীন নিহত হয়েছেন। কিছু সাংবাদিককে রাস্তায় অথবা গাড়িতে খুন করা হয়েছে। অন্যদিকে কিছু সাংবাদিককে অপহরণ করা হয়েছিল এবং পরে তাদের মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এমনকি বহু সাংবাদিককে তাদের পরিবারের সদস্যদের এমনকি তাদের সন্তানদের সামনেও হত্যা করা হয়। 
আজ ‘‘ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি অফ ক্রাইম এগেন্সট জারনালিস্ট’ডে। এই দিনটি সাংবাদিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। জানা গেছে, ২০০৬ থেকে ২০২০ সালের মধ্যে সারা বিশ্বে ১,২০০ এরও বেশি সাংবাদিক কে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের ১০ টির মধ্যে প্রায় ৯ টি মামলা অমীমাংসিত রয়ে গেছে। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বের কোনও না কোনও অংশে মোট ৯৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। একই সময়ে আরও ২,৬৫৩ সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে। 


২০১৬ সাল থেকে দেখা গিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশের তুলনায় যুদ্ধহীন দেশে কম সুরক্ষিত সাংবাদিকরা। ১৯৯৩ সাল থেকে ইরাক সাংবাদিকদের জন্য একটি কবরস্থানে পরিণত হয়েছে। সেখানে ২০১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর পরেই রয়েছে মেক্সিকো। সেখানে ১৫০ জন নিহত হয়েছেন। ফিলিপাইনে মৃত্যু হয়েছে ১১৫ জনের এবং সিরিয়ায় ১১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভারতে ৫৪ জন নিহত হয়েছেম বলে জানা গিয়েছে। পাকিস্তানে ৯০ জন সাংবাদিক নিহত হয়েছেন আর আফগানিস্তানে ৮১ জন সাংবাদিক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad