গ্রহণের সময় চিকেন-বিরিয়ানি খাওয়া ও সপক্ষে যুক্তি দেখানো, প্রতিবাদে সোচ্চার পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের সেবায়িতরা

নারায়ণ পট্টনায়ক, পুরীঃ চন্দ্রগ্রহণ চলাকালীন চিকেন-বিরিয়ানী খাওয়া এবং তার সপক্ষে এক যুক্তিবাদী দলের যুক্তিতে বেজায় খাপ্পা পুরীর শ্রীজগন্নাথদেবের মন্দিরের সেবাইতরা। হিন্দুদের ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার জন্য যারা সেদিন বিরিয়ানী খেয়েছিলেন,এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়িতরা। 
 এবিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে চিঠি দিয়েছেন। চিঠিতে তাদের ক্ষোভ উগরে দিয়ে তারা লিখেছেন, চন্দ্রগ্রহণের সময় যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত আপত্তিকর। সরকার এই যুক্তিবাদীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ না নিলে রাজ্যে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য পুরোপুরি দায়ী থাকবে সরকার।“ এই চিঠির একটি করে কপি মুখ্য সচিব এসসি মহাপাত্র এবং পুলিশ মহাপরিচালক এসকে বনসালকেও পাঠানো হয়। 
তারা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবেন, কিন্তু সরকার তাদের বাধা দিলে রাজ্যে বড়ো রকম জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 
 পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় দুটি গ্রহনের সময় ভুবনেশ্বরে একটি বিরিয়ানি ভোজের আয়োজন করেছিল এক যুক্তিবাদী দল। তারা বোঝাতে চেয়েছিলো যে চন্দ্রগ্রহনের সময় খাবার খেলে, বিশেষত চিকেন খেলে কিছুই হয় না।“ আর এই ঘটনাকে ভালো চোখে নেননি পুরীর শ্রীজগন্নাথাদেবের মন্দিরেরে সেবাইতরা। 


 জানা গেছে, ওডিশার ৩৬ টি জনগোষ্ঠী নিয়ে গঠিত হয়েছে সর্বোচ্চ সেবাকারী সংস্থা ছাতিশা নিজোগ। তারা শনিবার দাবি করেন, সাম্প্রতিক সূর্য ও চন্দ্রগ্রহণের সময় শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে উপহাস করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে শুধু আঘাতই করেনি। সেই লোকেদের একটি বিশেষ দল সম্প্রতি টিভি চ্যানেলে এসে ভগবান রাম এবং ভগবান লক্ষ্মণের বিরুদ্ধে কুৎসাও করেন। তারা বলেন "ভগবান জগন্নাথকে প্রসাদ হিসাবে ভাত এবং মুরগি দেওয়া যেতে পারে।" এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওডিশার সনাতনী সমাজ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad