চলতি বছরে রাজ্যে নার্সের ৬০০০ শূন্য পদে নিয়োগ

শম্পা দত্ত, কলকাতাঃ চলতি বছরেই রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির নার্সের শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। করোনার সময় থেকেই এমনিতেই নার্সিং স্টাফ এর চাহিদা বেড়েছে। এছাড়া, রাজ্যের বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে ৬,০০০ নার্সের পদ খালি পড়ে রয়েছে। সেই পদগুলি পূরণের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। 
 সোমবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সোমবার ওই বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের রাজ্যের বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে যে ৬,০০০ নার্সের পদ খালি পড়ে রয়েছে, সেগুলিতে দ্রুত নিয়োগ শুরু করার নির্দেশ দেন। ইতিমধ্যে রাজ্য নার্সিং স্টাফের সংখ্যা ৩৭,৩৬৬ থেকে বেড়ে হয়েছে ৬৬,৯৮৩। এখনও অন্তত ৬ হাজার নার্সের পদ খালি পড়ে রয়েছে। 
 অন্যদিকে, আগামি ২-৩ বছরের মধ্যে আরো ১০ হাজার আশাকর্মী নিয়োগ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে আশাকর্মীর সংখ্যা ৬৫ হাজার ৬২৪।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad