ওড়িশার জলেশ্বর থেকে পশ্চিমবঙ্গে পাচার করার পথে আটক ৭০০ গোরু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গে গোরু পাচারকে কেন্দ্র করে ঝড় উঠলেও থেমে নেই গোরু পাচার। একদিকে সিবিআই ও অন্যদিকে যখন ইডি এই গোরু-পাচার মামলায় একের পর এক আটক করছে, ঠিক তখনই দেখা যাচ্ছে, ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে গোরু পাচারের ঘটনা চলছেই।
 ওড়িশার বালাসোর জেলার জলেশ্বরে গতকাল রাতে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পাচার হয়ে যাওয়া ৭০০-রও বেশি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। জলেশ্বর পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে এবং গবাদি পশু পরিবহনের জন্য ব্যবহৃত আটটি কন্টেইনার ট্রাক বাজেয়াপ্ত করেছে। 
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, জলেশ্বর পুলিশ গতকাল গভীর রাতে জলেশ্বরে লক্ষ্মণনাথ টোল গেটের কাছে এনএইচ-৬০-তে কন্টেইনার ট্রাকগুলিকে আটক করে। ট্রাকগুলি তল্লাশি করার সময়, পুলিশ দেখতে পায় যে ৭০০ টিরও বেশি গবাদি পশুকে অমানবিকভাবে পরিবহন করা হচ্ছে। তারা কন্টেইনার ট্রাক থেকে গবাদি পশুগুলিকে উদ্ধার করে স্থানীয় একটি গরু আশ্রয়কেন্দ্রে প্রেরণ করে। 
পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও কয়েকজন পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গরুগুলি ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
প্রতীকি ছবি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad