Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গে পাচারের পথে ১৫৫ টি গরু আটক করল ওড়িশা এসটিএফ, গ্রেপ্তার ২

ভয়েস ৯, ওড়িশাঃ একদিকে পশ্চিমবঙ্গে চলছে 'গরু পাচার' মামলা নিয়ে সিবিআই ও ইডির অনুসন্ধান ও গ্রেপ্তার। আর অন্যদিকে রমরমিয়ে চলছে গরু পাচারও। থেমে নেই গরু পাচারের কাজ। অবৈধভাবে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার পথে ওডিশা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার ১৫৫ টি গবাদি পশুকে উদ্ধার করেছ এবং এ ব্যাপারে দুজনকে গ্রেপ্তার করেছে। 
 নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও গোপন সূত্রে খবর পেয়ে,  জাজপুর জেলা পুলিশের সহায়তায় এসটিএফের একটি দল রবিবার সাহাপুরে অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়ে ২ পাচারকারী। অবৈধ ও অমানবিকভাবে গবাদি পশু পরিবহনের অভিযোগে এসটিএফ ভদ্রকের বাসিন্দা কামার সিয়াজউদ্দিন খান এবং মোহাম্মদ কারি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।  
তল্লাশির সময়  ১৫৫টি গবাদি পশু, একটি ১৬ চাকার ট্রাক, নগদ ৩৪ হাজার ৫০০ টাকা ও অন্যান্য অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা এই জাতীয় গবাদি পশু পরিবহনের সমর্থনে কোনও উপযুক্ত চালান দেখাতে পারেনি। এরপর তাদের আটক করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য পানিকোইলি থানায় হস্তান্তর করা হয়েছে। 
আটক গবাদি পশুগুলিকে জাজপুর রোডের কাছে গবাদি পশুর শেডে স্থানান্তরিত করা হয়। পানিকোইলি থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং এমভি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। কয়েকটি গরু অসুস্থ ও আহত অবস্থায় পাওয়া যাওয়ায় পশু চিকিৎসক ও কর্মীদের ডাকা হয়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad