মানুষ শিক্ষা নেয় কি? মোরবির সেতু দুর্ঘটনার পর গুজরাতের অটল ফুট ওভার ব্রিজে হাজার হাজার মানুষের ভিড়

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মোরবির ঝুলন্ত সেতু বিপর্যয়ের ফলে শতাধিক মানুষের মৃত্যু থেকে মানুষ কি সত্যি কোনো শিক্ষা নিয়েছে? এই প্রশ্নের উত্তরে গুজরাটের আহমেদাবাদের সবরমতী নদীর উপর সম্প্রতি নির্মিত অটল ফুট ওভার ব্রিজটির ছবি দেখলেই বুঝতে পারা যাবে, উত্তরটা হবে ‘না’।
সত্যিই মানুষ শিক্ষা নেয়নি, তাই অটল ফুট ওভার ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ শুধু ওঠেনই নি, রীতিমতো ছোটাছুটি করে বেরিয়েছেন। দেখা গেছে, প্রায় ৫ হাজার মানুষ এই ফুট-ওভার ব্রীজে উঠেছেন। এমনকি, ফুট ওভার ব্রিজের মাঝখানে বসানো কাচের উপর নির্ভয়ে দাঁড়িয়ে ছিলেন। ব্রীজের উপর থেকে যাতে দর্শকরা নদীর জল সরাসরি দেখতে পারেন, তাই অটল সেতুর মাঝখানে চারটিরও বেশি জায়গায় কাচ বসানো হয়েছে। 
 মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার পরেও এই কাচের উপর একসঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ছেলে-মেয়ে-বয়স্করাও। তাদের মধ্যে কোনও ভয় ছিল না। যে কোনো মুহুর্তে কাচ ভেঙে আবার দুর্ঘটনা ঘটতে পারে, এই স্বাভাবিক বোধটাও তাদের লুপ্ত হয়ে গিয়েছিল।
জানা গেছে, মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার পর একই সঙ্গে অটল ফুট ওভার ব্রিজে বেশ কয়েকজনের প্রবেশ নিষিদ্ধ করেছে সবরমতী রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখন সীমিত সংখ্যক পর্যটক একসঙ্গে অটল সেতুতে যেতে পারবেন। প্রতি ঘণ্টায় মাত্র ৩০০০ মানুষ যেতে পারবেন অটল ফুট ওভার ব্রিজে।
 সোমবার সন্ধ্যা থেকেই এই নিয়ম কার্যকর করা হয়। কিন্তু, তার আগে সেখানে বিপুল সংখ্যক লোক ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad