আসামঃ সিএএ-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের শুনানি ৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ সুপ্রিম কোর্ট নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ কে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলির একটি ব্যাচের শুনানি করবে  ৬ ডিসেম্বর। শীর্ষ আদালত আসাম ও ত্রিপুরার রাজ্য সরকারগুলিকে বিশেষভাবে সম্পর্কিত বিষয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে বলেছে। ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বেলা এম ত্রিবেদীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সিএএ-র বৈধতা চ্যালেঞ্জ করে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ) এবং অন্যান্যদের আবেদনের শুনানি করছিল। 
বেঞ্চ আবেদনকারী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) আইনজীবী অ্যাডভোকেট পল্লবী প্রতাপ এবং অ্যাডভোকেট কানু আগরওয়ালকে (কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা) সমস্ত প্রাসঙ্গিক নথি সংকলনের জন্য নোডাল কাউন্সেল হিসাবে নিয়োগ করেছে। 
 রবিবার, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানায় যে সিএএ একটি আইন যা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য বর্তমান শাসনব্যবস্থাকে প্রভাবিত করে না এবং বৈধ নথি ও ভিসার ভিত্তিতে আইনী অভিবাসন, সমস্ত দেশ দ্বারাই অনুমোদিত। শীর্ষ আদালতের কাছে আবেদনগুলি খারিজ করার আহ্বান জানিয়ে সরকার তার হলফনামায় বলেছে যে এই আইনটি "কোনওভাবেই আসামে অবৈধ অভিবাসনকে উত্সাহিত করে না" এবং এটিকে "ভিত্তিহীন" বলে অভিহিত করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad